Home /News /entertainment /
‘ডাক শুনে কেউ না এলে একলা চল রে’, গানের তালে মনামীর নাচ ঝড়ের গতিতে ভাইরাল

‘ডাক শুনে কেউ না এলে একলা চল রে’, গানের তালে মনামীর নাচ ঝড়ের গতিতে ভাইরাল

 • Share this:

  #কলকাতা: দীর্ঘদিন ধরেই বড় পর্দা, ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন মনামী ঘোষ ৷ এই মুহূর্তে তাঁর ‘ইরাবতীর চুপকথা’ বাঙালির ড্রয়িংরুমের প্রিয় সিরিয়াল ৷ তবে শুধু অভিনয়ই নয়, নায়িকা নাচও করেন ফাটাফাটি । বিভিন্ন অ‍্যাওয়াার্ড ফাংশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই মনামীর নাচ যথেষ্ট প্রশংসা পায় । অভিনেত্রী বাল গাইতেও জানেন । এর আগে নিজের গানের ভিডিও-ও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এখন কোরানা আতঙ্কে দেশ জুড়ে লকডাউন চলছে । তাই সকলেই ঘরবন্দী । এদিকে বন্ধ সিনেমা, সিরিয়ালের শ্যুটিংও । তাই ঘরেই নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন সেলেবরা । বাদ গেলেন না মনামীও । রবি ঠাকুরের গানের তালে নেচে উঠলেন তিনি । সবাইকে বার্তা দিলেন, ডাক শুনে কেউ না এলে একলা চল রে।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Dance, Monami Ghosh

  পরবর্তী খবর