#কলকাতা: বাদশা ও জ্যকলিনের মিউজিক ভিডিও 'গেন্দা ফুল' ইতিমধ্যেই সোশ্যল মিডিয়ায় ভাইরাল। লোকজন জমিয়ে নাচছেন এই গানে। সাধারণ মানুষ থেকে সেলেন সকলেই একবার কোমর দুলিয়ে নিচ্ছেন এই গানে। এবার সেই তালিকায় নাম লেখালেন ভোজপুরি ও টলিউডের অভিনেত্রী মোনালিস।
হলুদ তাঁতের শাড়ি ও লাল ব্লাউজ। ঘরে গেন্দা ফুল চালিয়ে বরকে নিয়ে নাচলেন মোনালিসা। ভোজপুরি ও বাংলা ছবিতে সাহসী দৃশ্য করায় এই নায়িকার জুরি মেলা ভার। এই নাচেও শরীরী অঙ্গভঙ্গিতে মাত করলেন অভিনেত্রী । জ্যাকলিনকে দিতে পারেন দশ গোল। ভিডিওটি তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Badsah, MonalIsa, Viral Video