#কলকাতা: করোনা ভাইরাসের জন্য প্রায় গোটা বিশ্ব জুড়েই চলছে লকডাউন। করোনার সংক্রমণ আটকাতেই এই ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশের সরকার। এই সময় ঘরে বন্দি হয়ে থাকা ছাড়া মানুষের কাছে অন্য কোনও পথ খোলা নেই। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই রয়েছেন ঘরে। খুশির ইদও সকলে বাড়িতে বসেই পালন করছেন।
বলিউড থেকে টলি সেলেবরা এই গোটা লকডাউনের সময় নিজেদের ব্যস্ত রেখেছেন বিভিন্ন কাজে। যেমন কেউ করেছেন রান্না, তো কেউ করেছেন বাগান পরিস্কার। অনেকে আবার নিজেদের পুরনো ভিডিও বা ছবি শেয়ার করে কিছুটা হলেও সময় কাটাচ্ছেন। এভাবে জুড়ে থাকছেন ভক্তদের সঙ্গে। গায়িকা মোনালি ঠাকুর কখনও বানাচ্ছেন আইসক্রিম। কখনও করছেন শরীরচর্চা। এই সব কিছুর ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এবার তিনি নিজের সালসা নাচের ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ভিডিও শেয়ার করে লিখলেন, " আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমি ! কত বছর হয়ে গেছে আমি সালসা নাচিনি। খুব মিস করছি।" হট প্যান্টে মোনালির সালসা ড্যান্স মুহূর্তে ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Monali Thakur, Viral Video