হোম /খবর /বিনোদন /
লকডাউনে ঘরে নেই খাবার ! দু'ঘণ্টা সাইকেল চালিয়ে সবজি বাজারে গেলেন মোনালি ঠাকুর

লকডাউনে ঘরে নেই খাবার ! দু'ঘণ্টা সাইকেল চালিয়ে সবজি বাজারে গেলেন মোনালি ঠাকুর !

photo source Instagram

photo source Instagram

বাড়িতে খাবার শেষ হয়ে গেছে মোনালি ঠাকুরের।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সারা বিশ্বে এখন করোনার জন্য মানুষ গৃহবন্দি রয়েছেন। বাজার দোকান সব কিছু প্রায় বন্ধ। মানুষের ন্যুনতম প্রয়োজনের জিনিষ জোগার করতেই কাল ঘাম ছুটে যাচ্ছে। তবে বাঁচতে গেলে তো খেতেও হবে।

বাড়িতে খাবার শেষ হয়ে যায় মোনালি ঠাকুরের। বছরের বেশির ভাগ সময় মোনালি বিদেশেই থাকেন। এই সময় দেশে নেই তিনি। তবে ঘরে একটাও সবজি নেই। কি খাবেন জানেন না। গাড়ি ঘোরা চলছে না সে দেশেও। বাধ্য হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। গ্রসারি আইটেম কেনার জন্য দু'ঘণ্টা সাইকেল চালিয়ে দোকানে গিয়ে জিনিষ কেনেন। এই ভিডিও তিন ইনস্টাতে শেয়ার করে লিখেছেন, " এবার যখন দেশে ফিরবো আমার ওজন কমে যাবে। দু ঘণ্টা সাইকেল চালিয়ে বাজার করলাম অবশেষে।"

Published by:Piya Banerjee
First published:

Tags: Bike, Lockdown, Monali Thakur