#মুম্বই: সারা বিশ্বে এখন করোনার জন্য মানুষ গৃহবন্দি রয়েছেন। বাজার দোকান সব কিছু প্রায় বন্ধ। মানুষের ন্যুনতম প্রয়োজনের জিনিষ জোগার করতেই কাল ঘাম ছুটে যাচ্ছে। তবে বাঁচতে গেলে তো খেতেও হবে।
বাড়িতে খাবার শেষ হয়ে যায় মোনালি ঠাকুরের। বছরের বেশির ভাগ সময় মোনালি বিদেশেই থাকেন। এই সময় দেশে নেই তিনি। তবে ঘরে একটাও সবজি নেই। কি খাবেন জানেন না। গাড়ি ঘোরা চলছে না সে দেশেও। বাধ্য হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। গ্রসারি আইটেম কেনার জন্য দু'ঘণ্টা সাইকেল চালিয়ে দোকানে গিয়ে জিনিষ কেনেন। এই ভিডিও তিন ইনস্টাতে শেয়ার করে লিখেছেন, " এবার যখন দেশে ফিরবো আমার ওজন কমে যাবে। দু ঘণ্টা সাইকেল চালিয়ে বাজার করলাম অবশেষে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike, Lockdown, Monali Thakur