#কলকাতা: চলছে লকডাউন । ধারাবাহিকের শ্যুটিং জোরকদমে শুরু হয়ে গিয়েছে । কিন্তু সিনেমার শ্যুটিং এখনও তেমন গতি পায়নি । অল্প অল্প করে কাজ শুরু হচ্ছে বটে, তবে স্বাবাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলেই আশঙ্কা ।
তবে এই লকডাউনে বসে নেই মিমি চক্রবর্তী । নিজের নির্বাচিত কেন্দ্র যাদবপুরের কাজকর্ম, প্রশাসনিক দায়দায়িত্ব সামলে আবার পর্দাতেও দেখা দিচ্ছেন তারকা-সাংসদ মিমি । সম্প্রতি রবি ঠাকুরের গানের একটি ভিডিও মুক্তি পেয়েছে তাঁর ।
তবে এ বার যেন একেবারে অন্যরকম এক্সপেরিমেন্ট করলেন নায়িকা । নিজের পুরো চুলই গোলাপী রঙের করে ফেললেন । আর সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । তবে ছবির ক্যাপশনে ভাল করে চোখ রাখলেই বুঝতে পারবেন আসল ঘটনাটা ঠিক কী ।
আজ বিশ্ব ট্যাটু দিবস । মিমির হাতে বহুদিন ধরেই একটি নটরাজের মূর্তি রয়েছে ট্যাটু করা । সেই ট্যাটুর ছবিই শেয়ার করেছেন তিনি । তবে ছবিটা ‘মন মানে না’ সিনেমা থেকে নেওয়া হয়েছে । অর্থাৎ চুলে গোলাপী রং করেননি নায়িকা । ছবির স্বার্থে পরেছিলেন পরচুলা ।View this post on InstagramOn WORLD TATTOO DAY. Yes not the pink hair my Natraj. BTW:(Can u guess the film)!!??