#কলকাতা: জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী এখন টলিউডের প্রথম সারির নায়িকা । শুধু তাই নয়, এই অল্প বয়সেই রাজনীতির ময়দানেও যথেষ্ট সফল তিনি । বিপুল ভোটে জয় পেয়ে এখন যাদবপুর লোকসভার তৃণমূলের সাংসদ তিনি । নিজের দু’টি সত্ত্বাই দারুণ ভাবে বজায় রাখতে জানেন মিমি । পর্দায় তিনি বাংলার মানুষের প্রিয় নায়িকা, আবার কাজে তিনি জনসাধারণের সেবায় নিয়োজিত ।
৭৫ মিমি’র পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, অসহায় মানুষদের সাহায্যপ্রদান থেকে টিকটক ভিডিও- তিনি সবেতেই আছেন । কিন্তু হঠাৎ কেন এমন হল মিমি চক্রবর্তীর? শরীরে এক দিকটা পুরো পুড়ে ঝাঁঝরা হয়ে গিয়েছে । জামাটা পুড়ে ছিঁড়ে গিয়েছে কোথাও কোথাও ।
নায়িকার অমন সুন্দর মাখনের মতো পেলব ত্বকে এমন পোড়া, কাটার দাগ দেখে ভয় পাবেন না । আসলে পুরোটাই মেকআপ । গতকাল, রবিবার ছিল হ্যালোউইন ডে । এ দিন রক্তবর্ণের চাঁদ দেখা যায় আকাশে । আর পশ্চিমী সংস্কৃতি অনুযায়ী, অদ্ভুতুড়ে পোশাক পরে, কিম্ভূত সাজেন মানুষজন । সকলকে তাই চমকে দিয়ে মিমিও শেয়ার করলেন তাঁর ভয়ানক সাজের ছবি ।
View this post on Instagram
যদিও এমন সাজ তিনি সেজেছিলেন তাঁর ছবির শ্যুটিংয়ের কারণে । ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি করছেন মিমি । এনা সাহার প্রযোজনায় যশ দাশগুপ্ত ও নুসরতের সঙ্গে এই ছবিতে দেখা যাবে মিমি’কেও । সেই ছবির জন্যই এমন বিকট সেজেছিলেন মিমি । তবে কেন তাঁকে এমন আধপোড়া মেকআপ নিতে হল, তা জানতে হলে দেখতে হবে ‘এসওএস কলকাতা’ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Halloween day, Mimi Chakraborty