#কলকাতা: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বাংলা সিনেমা জগতের একটি যুগের অবসান৷ কিংবদন্তি অভিনেতাকে সুস্থ করে তুলতে রাজ্য সরকারের তরফেও চেষ্টার ত্রুটি রাখা হয়নি৷ নিয়মিত তাঁর স্বাস্থ্যের খবরাখবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী নিজে৷ কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল৷ প্রবীণ অভিনেতার মৃত্যুসংবাদ পাওয়ার পরই বেলভিউ হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাসপাতালে পৌঁছে প্রয়াত অভিনেতার মেয়ে পৌলমী বসুর সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি৷
গত চল্লিশ দিন ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷ করোনা আক্রান্ত হলেও চিকিৎসার ফলে সংক্রমণ মুক্ত হন তিনি৷ কিন্তু একই সঙ্গে শরীরে দেখা দেয় একাধিক গুরুতর সমস্যা৷ শুরু করতে হয় ডায়ালিসিস৷ গত প্রায় দেড় মাসে কখনও তাঁর শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে, কখনও তার অবনতি হয়েছে৷ শেষ পর্যন্ত থেমে গেল লড়াই৷
ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন৷ শেষযাত্রা কীভাবে হবে সে বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করছেন পুলিশ কর্তারা৷ হাসপাতালে পৌঁছেছেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Soumitra Chatterjee