#কলকাতা: মধুমিতা সরকার। মা দুর্গা রূপে তাঁকে পর্দায় আবারও দেখতে চলেছেন দর্শক। এর আগেও একবার মহালয়া-তে ঋষি কৌশিক ও মধুমিতা হরপার্বতী সেজেছিলেন। এবছর স্টার জলসা মহালয়া-তেও দুর্গা দুর্গতিনাশিনী রূপে দেখা যাবে তাঁকে। যদিও শোনা যাচ্ছে সৌরভের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যেতে চলেছে। কিন্তু তাতে তো আর কাজ আটকে থাকবে না। তাই নতুন রূপে আসছেন তিনি।
‘কুসুমদোলা’-র পরে অনেক দিন তাঁকে দেখা যায়নি টেলি পর্দায়। তবে তিনি একটি ওয়েব সিরিজও করছেন ‘দ্য জাজমেন্ট ডে’। এ বছরের শেষেই দেখানো হবে। মধুমিতা আপাতত কিছুটা সময় ওয়েব ও বড়পর্দায় মন দিতে চান, এমনটা জানিয়েছিলেন মাস কয়েক আগে। তবে মহালয়াতে দুর্গা সেজে তিনি ভরিয়ে দিয়েছেন তাঁর ফ্যানেদের মন।