#কলকাতা:মধুমিতা সরকার। ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘ঘরের মেয়ে’র চরিত্রে । সেই ইমেজ ভেঙে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় চমকে দিয়েছিলেন সকলকে । ধরা দিয়েছিলেন হট অ্যান্ড সেক্সি রূপে । সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘চিনি’ । মা-মেয়ের মিষ্টি রসায়নের গল্প এই ছবি ।
ছোট ও বড় পর্দার মিষ্টি নায়িকা মধুমিতা দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় । মধুমিতা নিজেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হ্যাপনিং । নিয়মিত যোগাযোগ রাখেন নিজের ফ্যানদের সঙ্গে । সম্প্রতি নায়িকা পাড়ি দিয়েছিলেন পাহাড়ের কোলে । এমনিতেই তিনি ট্র্যাভেল প্রিয় মানুষ । সুযোগ পেলেই টুক করে বেরিয়ে পড়েন । আর পাহাড় তাঁর বরাবরের প্রিয় ।
নতুন বছরের শুরুটাও তাই করলেন পাহাড়ের পাকদণ্ডীর মধ্যেই । কখনও জঙ্গলের রাস্তায় হারিয়ে গেলেন, কখনও আগুনের আঁচে নিজেকে শেঁকলেন, কখনও খরস্রোতা নদী পেরিয়ে গেলেন অনায়াসে । আজকাল শরীর-স্বাস্থ্য নিয়েও দারুণ সচেতন মধুমিতা । চাবুকের মতোই তাঁর ফিগার । আর তেমনই ফিটনেস । আর ভিডিও দেখেই তা আন্দাজ করা যাচ্ছে ।
আর পাহাড়ে গিয়ে মধুমিতা খুঁজে পেলেন তাঁর নতুন সঙ্গী’কে । সঙ্গীর নাম কুচি । চার পেয়ে সেই সঙ্গীর মাথা, শরীর সবটাই ঢাকা সাদা লম্বা লম্বা লোমে । তার আসল নাম জোশ । কিন্তু মধুমিতা তাকে ডাকলেন কুচি বলে । আর ভিডিও-তে স্বরূপ দা’র থেকে ঠিক এমনই একটা কুচি চেয়ে নিলেন ।