হোম /খবর /বিনোদন /
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজ চক্রবর্তীর বাবার,বিবৃতি দিয়ে জানাল হাসপাতাল

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজ চক্রবর্তীর বাবার, বিবৃতি দিয়ে জানাল হাসপাতাল

সংসারে নতুন সদস্যের আগমণের ঠিক আগেই মৃত্যু হল পরিবারের বয়ঃজৈষ্ঠ্য মানুষটির । চলে গেলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।

  • Last Updated :
  • Share this:

#াকলকাতা: চক্রবর্তী পরিবারের মাথায় হঠাৎই যেন আকাশ ভেঙে পড়েছে শুক্রবার সকালে । সংসারে নতুন সদস্যের আগমণের ঠিক আগেই মৃত্যু হল পরিবারের বয়ঃজৈষ্ঠ্য মানুষটির । চলে গেলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। জানা যায়, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

শুক্রবার হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে করোনা সংক্রমণেই মৃত্যু হয়েছে তাঁর । রাজ নিজেও করোনায় আক্রান্ত । সে কথা দিন কয়েক আগে ট্যুইট করে জানিয়েছিলেন পরিচালক। তিনি আইসোলেশনে ছিলেন । তবে আজই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ।

গত ১৩ অগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫ বছরের কৃষ্ণশঙ্কর বাবু। তিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। করোনা সংক্রমণের ফলে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছিল । দু’বার ভেন্টিলেশনে গিয়েও আবার সুস্থ হয়ে গিয়েছিলেন । তবে শেষরক্ষা হল না । হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হল তাঁর ।

Published by:Simli Raha
First published:

Tags: Raj Chakraborty