• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘সংসারটাই’ আর থাকছে না কনীনিকার, মন ভাল নেই অভিনেত্রীর

‘সংসারটাই’ আর থাকছে না কনীনিকার, মন ভাল নেই অভিনেত্রীর

কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ ছবি: ফেসবুক ৷

কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ ছবি: ফেসবুক ৷

 • Share this:

  #কলকাতা: দিওয়ালিতে খারাপ খবর দিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ কিছুদিন আগে দেব-কৌশানী, পূজা, খরাজ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত-এর মতো মাল্টি স্টারার মুভিতে কাজ করেছেন অভিনেত্রী ৷ পেয়েছেন ভূয়সী প্রশংসাও ৷ আর বহুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি ৷

  কামব্যাক করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য চরিত্রেরে মাধ্যমে ৷ সেখানে কনীনিকা অভিনীত চরিত্রটির নাম হল ‘পরমেশ্বরী’৷ পরমেশ্বরী তো বাংলার দর্শকদের মনের খুব কাছাকাছি হয়ে গিয়েছিল ৷ একটা সময় শোনা গিয়েছিল ব্যক্তিগত কারণে তিনি ‘অন্দরমহল’ধারাবাহিকটিতে আর কাজ করতে চাইছেন না ৷ এ নিয়ে নির্মাতাদের সঙ্গে কিছুটা মন কষাকষির খবরও এসেছিল ৷ একই সঙ্গে কানাঘুষো শোনা গিয়েছিল অভিনত্রী নাকি গর্ভবতী ৷ তবে পরবর্তী কালে কনীনিকা নিজেই জানিয়ে দিয়েছিলেনে যে, তিনি গর্ভবতী নন ৷ আসলে শারীরিক সমস্যার জন্যই তিনি মেগা ধারাবাহিকটি থেকে সরে যেতে চাইছিলেন ৷

  এ বার শোনা যাচ্ছে, ‘অন্দরমহল’ ধারাবাহিকটিই নাকি এ সপ্তাহে বন্ধ হয়ে যাচ্ছে ৷ ধারাবাহিকের জন্য দিনের বেশির ভাগ সময়টাই শুটিং ফ্লোরে কাটে ৷ আর সেই কারণে একটা সময় শুটিং ইউনিট, ইউনিটের মানুষজনকে নিয়েই একটা সংসার তৈরি হয়ে যায় ৷ ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে ৷ ইউনিটের মানুষজনের সঙ্গে আর মজার সময় কাটানো যাবে ৷ মন খারাপ অভিনেত্রীর ৷

  শুক্রবার তাঁর 'অন্দরমহল'-এর যাত্রা শেষ হওয়ার পর শনিবার ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী। বলেন, 'অন্দরমহল'-এ পথ চলা শেষ করতে তাঁর কষ্ট হচ্ছে। কিন্তু, উপায় নেই। সেই কারণেই মেগা সিরিয়াল থেকে সরে আসেন তিনি। প্রতিদিন সকালে যেমন সেজেগুজে ক্যামেরার সামনে দাঁড়াতেন শুধুমাত্র 'অন্দরমহল'-এর জন্য। তাই এই সিরিয়াল থেকে সরে আসতে তাঁর ভাল লাগছে না। বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি ৷ পাশাপাশি 'অন্দরমহল'-এর সঙ্গে যুক্ত মানুষগুলোকেও তিনি ভীষণভাবে 'মিস' করছেন বলেও জানান কনীনিকা।

  First published: