Home /News /entertainment /
'বেবি বেবি মুঝে লো বোলে'-এই গানের স্মৃতি উসকে ক্ষোভ প্রকাশ করিশ্মার

'বেবি বেবি মুঝে লো বোলে'-এই গানের স্মৃতি উসকে ক্ষোভ প্রকাশ করিশ্মার

photo source collected

photo source collected

খুদদার ছবির এত বছর পর আবার পুরনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডি মুভিতে নতুন চমক এনেছিলেন করিশ্মা কাপুর। রনধীর কাপুর ও ববিতার সেপারেশনের পর বোন ও মায়ের সঙ্গেই থাকতেন করিশ্মা। খুব অল্প বয়সে সিনেমায় এসেছিলেন তিনি। তাঁর নাচ থেকে শুরু করে অভিনয় এক অন্য মাত্রা দান করেছিল বলিউডি ছবিকে। করিনা ও গোবিন্দার জুটিতে একের পর এক ভাল ছবি রয়েছে। তার মধ্যে 'খুদদার' একটি। তবে এই ছবির একটি গানের জন্য দর্শকের কথা শুনতে হয়েছিল করিশ্মাকে। গানটি ছিল 'সেক্সি সেক্সি মুঝে লোগ বোলে"। এই গান বাজারে আসার পরই সমালোচনার ঝড় ওঠে। করিশ্মার ছোট পোশাক নিয়েও খারাপ কথা বলা হয়। অবশেষে এই গানের লিরিক্স বদলাতে হয়। সেক্সি থেকে বেবিতে বদলে ফেলা হয় গানটিকে। সেই সময় দর্শক সামান্য গানের কথা মেনে নিতে পারেনি। আর আজ দর্শক ছোট পোশাক তো পরের কথা নগ্ন দেহ দেখতেও অভ্যস্ত। আর ঠিক এই জায়গাতেই আপত্তি করিশ্মা কাপুরের।

সম্প্রতি তাঁর ওয়েবসিরিজ 'মেন্টালহুড" সামনে এসেছে। নতুন করে ছবিতে ফিরলেন এই অভিনেত্রী। তবে অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে একটি  ইন্টারভিউতে তিনি বলেন, "আমার সময় তো মানুষ সামান্য সেক্সি কথাটাই মেনে নেয়নি। ছোট পোশাকের জন্যও খারাপ কথা শুনতে হয়েছে আমাকে। আর আজ কোনও কিছুতেই মানুষের আপত্তি নেই। ভাবলে খারাপ লাগে।" খুদদার ছবির এত বছর পর আবার পুরনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী।

Published by:Piya Banerjee
First published:

Tags: Karishma Kapoor, Khuddar, Movie