SREEPARNA DASGUPTA
#কলকাতা: তাঁকে সবাই ফিল্ম মেকার বা বিজ্ঞাপন জগতের মানুষ হিসেবেই জানেন। কিন্তু অনেকেই জানেন না কমলেশ্বর মুখোপাধ্যায় একজন চিকিৎসকও বটে। এইরকম একটি পরিস্থিতিতে যেখানে চারিদিকে মহামারী, পরিচালক কমলেশ্বর নয় বরং দেখা পাওয়া যাচ্ছে চিকিৎসক কমলেশ্বরের । ‘‘এই অবস্থায় যে ক’জনের, যেরকম দরকার, আমি চিকিৎসা করছি। টেলিফোনেও অনেকে তাঁদের সমস্যার কথা বলছেন। তাঁদের সেই মত পরামর্শও দিচ্ছি। যেখানে যেরকম খাবার পৌঁছনোর প্রয়োজন সেটাও করছি। কিন্তু তার জন্য আলাদা করে বিজ্ঞাপন করার কোনও প্রয়োজন নেই।" জানান কমলেশ্বর। নিজে যেহেতু একজন চিকিৎসক আর পাঁচজনের থেকে বেশি ভাল বুঝবেন পরিস্থিতি। কী মনে করেন, তিনি গোটা বিষয় নিয়ে? "স্বাস্থ্য দফতর যে গাইডলইন দিচ্ছে সেটা ঠিক। কিন্তু আমাদের স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থকর্মী বা মেডিকেল সরঞ্জামের খুবই অভাব। স্বাস্থ্য় খাতে বেশি অর্থ বরাদ্দ করা যে কারণে খুবই প্রয়োজন। তবে যে পরিস্থিতিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, আরও বেশি টেস্টিং ভীষণ দরকার। ডাক্তারদের প্রোটেকশন এর জন্য PPE দরকার। কারণ সেটা না হলে তাঁরাও অসুস্থ হয়ে পড়বেন। এই বিষয়গুলোই আমার বেশি করে বলার দরকার বলে মনে হয়েছে।" এ ছাড়াও আরও অনেকগুলো বিষয় ভাবাচ্ছে পরিচালককে। তিনি মনে করেন, "আমাদের দেশের যে সংখ্যক মানুষ দারিদ্র সীমার তলায় বাস করেন বা যাঁরা নিম্ন মধ্যবিত্ত তাঁদের কথাও আমাদের ভাবতে হবে। সেই মানুষগুলোর কী হবে? ভারতবর্ষে অনেক অসংগঠিত শ্রমিক কর্মচারী আাছেন বা যাঁরা চাষিরা রয়েছেন তাঁরা লকডাউনে ঠিক কী ভাবে কাজ করবেন তার কোনও সঠিক গাইডেন্স পাওয়া যাচ্ছেনা। অনেক মানুষ বাড়িতে থাকছেন, কাজও করতে যেতে পারছেন না, তাঁদের কাছে খাবার কী ভাবে পৌঁছোবে সেটাও একটা প্রশ্ন। তার সঙ্গে তো রয়েছেই সাধারণ মানুষের অচেতনতা। সামনে বিশাল অর্থনৈতিক বিপর্যয় আসছে সেটা খুব ভালই বোঝা যাচ্ছে। পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন, তাঁদেরও বেশ কঠিন পরিস্থিতি। সেটাও ভাবাচ্ছে আমাকে।" বলে জানান কমলেশ্বর। এই যে পরিস্তিতি সেটা নিয়ে কি কোনও ছবি বানানোর কথা ভাবছেন?" হ্যাঁ, নিশ্চয়ই। তবে করোনা নিয়ে নয়। স্বাস্থ্য সচেতনতা নিয়ে তো বানাবো বটেই।" জানান পরিচালক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kamaleswar mukherjee