#কলকাতা: সবে সাতপাকে বাঁধা পড়ছেন জুন মালিয়া ৷ পাত্র সৌরভ চট্টোপাধ্যায় ৷ ১৪ বছরের প্রেম অবশেষে পরিণতি পেল ৷ কিন্তু এর মধ্যেই মাথায় হাত কেন নববধূর ?
বিয়ে হয়েছে ৩০ নভেম্বর ৷ হাইড রোডের একটি বাড়িতে বসেছিল বিয়ের আসর ৷ আর জুনের বিয়ে যখন তখন সব কিছুতেই আলাদা একটা অভিনবত্ব থাকবেই ৷ গোটা বিয়েবাড়ি সেজে উঠেছি লাল, গোলাপি আর আইভরি রঙে ৷ পাত্রী জুন নিজেও পরেছিলেন গোলাপি রঙের পোশাক ৷ পাত্রের পরনে আইভরি রঙা ব্লেজার ৷ গতকাল ছিল রিসেপশন পার্টি ৷ সাধারণ করে পরা লাল শাড়ি আর কুন্দনের গয়নায় অভিনেত্রীকে লাগছিল দূর্দান্ত ৷ বর সৌরভ পরেছিলেন নীল ভেলভেটের শেরওয়ানি ৷
রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের তারকারা ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও ৷ রিসেপশন পার্টি বলে কথা ৷ বলিউডি আইটেম সংয়ের সঙ্গে জমিয়ে হল নাচ ৷ সেই সময়ই হঠাৎ ক্যামেরা তাক করল নববধূ জুনের দিকে ৷ দেখা গেল মাথায় হাত দিয়ে যেন ‘অনুশোচনা’ করছেন জুন ৷ আসলে ‘অনুশোচনা’ নয়, সকলের এমন উদ্দাম নৃত্য দেখে মাথায় হাত দিয়ে হেসে ফেললেন জুন ৷
Loading...View this post on Instagram