Home /News /entertainment /
নুসরতের পর এবার জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী !

নুসরতের পর এবার জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী !

photo source collected

photo source collected

সাংসদ হওয়ার পর এই প্রথম পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

 • Share this:

  #কলকাতা: জিতের সঙ্গে জুটি বেঁধে ছবি করেছেন নুসরত। 'অসুর'। ভাল না চললেও প্রশংসা পেয়েছে দুজনেরই অভিনয়। এবার মিমি চক্রবর্তীর পালা। জিতের সঙ্গে ‘বাজি’ ছবিতে জুটি বাঁধছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদ হওয়ার পর এই প্রথম পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। এখন জিৎ ব্যস্ত এই  ছবির কাজ নিয়েই। তবে মিমির সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন জিৎ।

  ‘বাজি’ ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় রয়েছেন জিৎ নিজেই। ছবির শুটিংয়ের রেকি করতে ইতিমধ্যেই সিনেম্যাটোগ্রাফারকে নিয়ে লন্ডন পৌঁছে গিয়েছেন জিৎ। জানা গিয়েছে ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হবে সেখানে। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। সাউথের একটি ছবির আদলেই তৈরি হচ্ছে এই ছবি।

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Jeet, Mimi Chakraborty, Movie

  পরবর্তী খবর