#কলকাতা: কলকাতা ও বাংলাদেশের বাংলা ছবিতে দাপিয়ে কাজ করছেন জয়া আহসান। কলকাতার কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখার্জী, সকলের ছবিতেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন জয়া। অভিনেতা আবির থেকে শুরু করে প্রসেনজিৎ সকলের সঙ্গেই পাল্লা দিয়ে অভিনয় করেন তিনি। তবে জয়া কিন্তু তাঁর ফ্যানেদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করেন। আর সেই জন্যই নিজের জীবনের নানা ঘটনা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন।
সম্প্রতি জয় তাঁর মা বাড়ির লোকজন ও নিজের আদরের পোষা কুকুরকে নিয়ে বেড়াতে গিয়েছেন। আর সেখানেই ঘটলো এক মজার কাণ্ড ! তাঁরা যে হোটেলে ছিলেন, সেখানে সকাল সকাল এক হনুমান এসে হাজির। আর যাবে কোথায় ! হনুমানকে দেখে জয়ার কুকুর তো খেপে লাল। কিন্তু হনুমান গাছ থেকে নামেই না। তাঁকে গাজর ছুড়ে দিতে গেলে সেই হনুমান জয়ার মাকেও তেড়ে যায় ! এবং গাজর ছুড়ে ফেলে দেয়। তারপর সুযোগ বুঝে হনুমান হোটেলের কুল গাছের কাছে চলে যায় ! তারপর মনের সুখে কুল খেতে শুরু করে। জয়া এই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। তিনি বলছেন আমি জানতাম না কুল খাওয়ার জন্য হনুমান এমন করতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jaya Ahsan, Tollywood, Viral Video