corona virus btn
corona virus btn
Loading

জন্মদিনে নুসরতের জন্য বাংলা গান গাইলেন নিখিল,জড়িয়ে ধরে করলেন গভীর আদর,দেখুন ভিডিও...

জন্মদিনে নুসরতের জন্য বাংলা গান গাইলেন নিখিল,জড়িয়ে ধরে করলেন গভীর আদর,দেখুন ভিডিও...
Photo Courtesy: Instagram

বিয়ের পর এটাই তো প্রথম জন্মদিন নুসরতের৷ তাই উদযাপনও ছিল স্পেশাল

  • Share this:

#কলকাতা: চলছিল নুসরতের জন্মদিন সেলিব্রেশন৷ স্ত্রীর নতুন ছবি অসুরের গান গাইলেন নিখিল৷ বার্থডে গার্ল নুসরতের উদ্দেশ্যে তারই ছবির গান গাইলেন নুসরতের স্বামী৷ কিছুটা মুখস্থ ছিল তার, কিছুটা দেখে গাইলেন তিনি৷ গানটি হল, তোর হয়ে যেতে চাই৷ পুরোপুরি প্রেমের গানে স্ত্রীর মন আরও একবার জিতে নিলেন নিখিল৷ বিয়ের পর এটাই তো প্রথম জন্মদিন নুসরতের৷ তাই উদযাপনও ছিল স্পেশাল৷ বন্ধুদের সঙ্গে বসেছিল আসর৷ সেখানেই স্ত্রীর জন্য এই বিশেষ আয়োজন নিখিলের৷

আরও পড়ুন'আমায় যদি এভাবে আদর কর...!' সরাসরি সোশ্যাল মিডিয়ায় প্রস্তাব অভিনেতার , দেখুন

স্বামীর গান মন দিয়ে শুনলেন নুসরত৷ তারপর ভাসলেন রোম্যান্সে৷ সোফায় বসে শুনছিলেন গান৷ তারপর আর থাকতে না পেরে উঠে গিয়ে জড়িয়ে ধরলেন স্বামীকে৷ নিখিলও জড়িয়ে ধরে নুসরতকে করলেন আদর৷ আলতো চুমু খেলেন স্ত্রীকে৷ উপস্থিত বন্ধুবান্ধব তখন এই সেলেব কাপলের ছবি তুলতে ব্যস্ত৷ এমন প্রেমের দৃশ্য লাইভ দেখে সকলেই হাততালি দিতে থাকলেন৷ নুসরত তখন নিখিলের বুকে মাথা রেখে নিশ্চন্তে যেন জীবন কাটানোর স্বপ্নে ভাসলেন৷ ভিডিওটি শেয়ার করেছেন নিখিল নিজেই৷

সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছেন৷ অনেকেই নুসরতকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ এভাবে প্রেমে থাকুন আপনারা৷ এমনই শুভেচ্ছা রইল৷

Published by: Pooja Basu
First published: January 9, 2020, 4:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर