#কলকাতা: গাড়ি দুর্ঘটনায় আহত হন ভূমি ব্যান্ডের সৌমিত্র৷ সোমবার সল্টলেক সেক্টর ফাইভের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গায়কের গাড়ি৷ তিনি গুরতরভাবে আহত হন৷ বুকে ও পায়ে চোট লাগে তার৷ তবে আপাতত তিনি অনেকটাই ভাল রয়েছেন৷ হাসপাতালের বেডে শুয়ে নিজেই ছবি পোস্ট করলেন গায়ক৷ লিখলেন চিন্তা করো না, কয়েকটা ফ্র্যাকচার মাত্র৷ খুব শিগগিরিই আপনাদের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন সৌমিত্র৷
গায়ক সৌমিত্র রায় ভর্তি রয়েছেন সেবা হাসপাতালে৷ দুর্ঘটনার পর প্রথমে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন সৌমিত্র৷ নিকোপার্কের দিক থেকে উইপ্রো মোড়ের দিকে যাচ্ছিল তার গাড়ি৷ বিধাননগর পুলিশ সূত্রের খবর যে ব্রিজের নিচের ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি ঘুরে যায়৷ সেই সময় গাড়িতে একাই ছিলেন তিনি৷ সঙ্গে সঙ্গে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যে তার পায়ে প্লাস্টার হয়েছে৷ ভক্ত ও শুভানুধ্যায়ীদের জন্য এই ছবি পোস্ট করলেন গায়ক৷ কারণ তিনি বোঝাতে চাইলেন যে মানসিকভাবে তিনি একেবারে ফিট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Singer, Bhoomi band, Soumitra Roy