হোম /খবর /বিনোদন /
বিয়ের আগে হবু ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে একসঙ্গে আড্ডায় জমলেন উত্তম নাতি গৌরব

বিয়ের আগে হবু ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে একসঙ্গে আড্ডায় জমলেন উত্তম নাতি গৌরব, রইল ভিডিও

কোনও সম্পর্ক শেষ মানেই যে তাঁর প্রতি তিক্ততা থাকবে, সেই চিন্তাভাবনাকে দূর করে দিয়েছেন অনিন্দিতা-গৌরব৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অনিন্দিতার সঙ্গে বিয়ে ভেঙেছে বেশ কিছু বছর আগে৷ সেই পর্ব এখন অতীত৷ তবে পুরনো তিক্ততা ভুলে এখন প্রাক্তন স্ত্রীর সঙ্গে ভালই বন্ধুত্ব রয়েছে গৌরবের৷ বিয়ের আগে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে আড্ডায় জমলেন উত্তম নাতি গৌরব৷ এ বছরেই বিয়ে করবেন মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় । যদিও এর আগে ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক। অতীতের কথা ভুলে এবার নতুন পথে হাঁটতে চলেছেন গৌরব। দেবলীনা কুমারের সঙ্গে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন গৌরব। এবার চার হাত এক হতে চলেছে এই জুটির৷

ডিসেম্বরের ৯ তারিখ বিয়ের পর্ব সারছেন গৌরব-দেবলীনা। যদিও প্রথমে তাঁরা ২৫ ডিসেম্বর ঘটা করে বিয়ে করার কথা ভেবেছিলেন কিন্তু করোনা বদলে দিয়েছে সব কিছু। ৯ তারিখ কাছের কিছু মানুষের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়বেন গৌরব ও দেবলীনা । আগামী বছর মার্চে বসবে গৌরব-দেবলীনার বিয়ের গ্র্যান্ড রিসেপশন। করোনার জন্যই এই সিদ্ধান্ত। গৌরবের বোন মৌ-এর বান্ধবী দেবলীনা। বোনের বিয়ের সূত্রেই আলাপ দু'জনের। তারপর একে অপরকে মন দেওয়া নেওয়া, প্রেম৷ এবং অবশেষে বিয়ের সিদ্ধান্ত৷

অন্যদিকে পুরনো সম্পর্ক থেকে বেড়িয়ে জীবনে অনেকটা এগিয়েছেন অনিন্দিতাও৷ গত ৩-৪ বছর তিনি চুটিয়ে প্রেম করছেন সৌরভের সঙ্গে৷ টলিউডের পার্ফেক্ট জুটি বলে সকলে চেনেন তাঁদের৷ স্বভাব থেকে পছন্দ, একে অপরের সঙ্গে দারুণ মিল রয়েছে তাঁদের৷ মনে হয় যেন একে অপরের জন্যই তৈরি৷

সম্প্রতি শুরু হয়েছে অনিন্দিতার একটি শো যেখানে পোশাককে কেন্দ্র করে আড্ডা চলে৷ অনিন্দিতা হোস্ট এবং টলিউডের তারকারা তাঁর অতিথিরা হিসেবে উপস্থিত থাকেন৷ সেই শোতেই দেখা যাবে গৌরব-দেবলীনাকে৷ হবু দম্পতির সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছেন অনিন্দিতা৷ এবং প্রাক্তন স্বামী বা তাঁর হবু স্ত্রীর প্রতি কোনও খারাপ লাগা নেই তাঁর৷ অন্তত ভিডিও দেখে সেটাই মনে হবে দর্শকদের৷ খুবই আন্তরিকতার সঙ্গে নিজের প্রাক্তন স্বামী এবং তাঁর হবু বউয়ের সঙ্গে হাসি-মজায় অনুষ্ঠান পরিচালনা করেছেন অনিন্দিতা৷ এবং গৌরব ও দেবলীনাকে মিষ্টি জুটি হিসেবেও বর্ণনা দিয়েছে তিনি৷

কোনও সম্পর্ক শেষ মানেই যে তাঁর প্রতি তিক্ততা থাকবে, সেই চিন্তা দূর করে দিয়েছেন অনিন্দিতা-গৌরব৷

Published by:Pooja Basu
First published:

Tags: Gourab Chatterjee