• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • উত্তম কুমারের নাতিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন গার্লফ্রেন্ড দেবলীনা, পাল্টা জবাব দিয়ে দিলেন গৌরব

উত্তম কুমারের নাতিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন গার্লফ্রেন্ড দেবলীনা, পাল্টা জবাব দিয়ে দিলেন গৌরব

দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷

দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: উত্তমকুমারের নাতি ৷ একটা সময় ইন্ডাস্ট্রিতে এটাই ছিল তাঁর প্রথমিক পরিচয় ৷ তবে নিজের নামকে ইন্ডাস্ট্রি এবং দর্শকদের মনে গেঁথে দিতে সক্ষম হয়েছেন তিনি বেশ কয়েকবছর হল ৷ দর্শকদের কাছে এখন অতি পরিচিত মুখ হলেন গৌরব চট্টোপাধ্যায় ৷ নিজের মতো থাকতে পছন্দ করেন।

  প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ইদানীং গৌরব নাকি নতুন রিলেশনশিপে রয়েছেন। সে খবর তো অনেকদিন আগেই ইন্ডাস্ট্রির অন্দরে ছড়িয়ে গিয়েছিল ৷ আর সেই মানুষটিও টলিপাড়ার পরিচিত মুখ ৷ দেবলীনা কুমারের সঙ্গে সম্পর্কে রয়েছেন গৌরব ৷ মাঝে মধ্যেই তাঁদের হ্যাংআউট করতে দেখা যায় ৷ বেশ কিছু সুন্দর মুহূর্তও ভাগ করে নিতে দেখা যায় তাঁদের ৷ সোশ্যাল মিডিয়াতেও তার কিছু ঝলক দেখা যায় ৷

  টলি ইন্ডাস্ট্রির কুল সেলেব জুটি নামেই পরিচিত গৌরব-দেবলীনা ৷ গৌরবকে এই মুহূর্তে ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ধারাবাহিকে মথুরমোহন বিশ্বাসের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ৷ এরই সঙ্গে বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এও দেখা গিয়েছে ৷ অন্যদিকে, দেবলীনাকে অনেকগুলি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ সামনেই আসতে চলেছে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ’র ছবি ‘সামসারা’৷ সেখানে দেখা যাবে দেবলীনাকে ৷ অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আপকামিং ছবি ‘গোত্র’তেও দেখা যাবে তাঁকে ৷ আর সেই ছবির একটি গানই এই মুহূর্তে বাংলা কাপাচ্ছে ৷

  সম্বলপুরী লোকসঙ্গীত ‘রঙ্গবতী’কে নিয়ে বাংলা আঙ্গিকে বেঁধেছেন সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায় ৷ সেই গানের তালেই নাচ করেছেন দেবলীনা ৷ আর সেই গানটি নিয়ে এক নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নায়িকা ৷ আর সেই চ্যালেঞ্জের নাম ‘রঙ্গবতী চ্যালেঞ্জ’৷ অর্থাৎ ‘গোত্র’ছবির গান ‘রঙ্গবতী’র তালে কোমর দোলানোর চ্যালেঞ্জ ৷ আর দেবলীনা সেই চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিলেন তাঁর বিশেষ বন্ধু গৌরবের উদ্দেশ্যে ৷ প্রথমে একটু ইতস্তত বোধ করলেও সেই গানের তালে জমিয়ে নাচলেন গৌরব ৷ চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে সেটা পূরণ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন সেই ভিডিও ৷

  First published: