corona virus btn
corona virus btn
Loading

মৃত্যুর ৭০ বছর পর জানা গেল খুন হয়েছেন তিনি, ভূত হয়েই শুরু খুনির খোঁজ!

মৃত্যুর ৭০ বছর পর জানা গেল খুন হয়েছেন তিনি, ভূত হয়েই শুরু খুনির খোঁজ!
Representative Image

এক ভূতের আত্মকথা!ভূত নিয়ে অনেকের মনে অনেক ধারণা রয়েছে৷

  • Share this:

#কলকাতা: এক ভূতের আত্মকথা!ভূত নিয়ে অনেকের মনে অনেক ধারণা রয়েছে৷ ভয়ও রয়েছে ভূতের উপস্থিতি নিয়ে৷ বিভিন্ন ছবিতে বিভিন্ন ভাবে এসেছে ভূতের গল্প৷ কখনও বীভৎস ভয় তো কখনও দারুণ হাস্যকর! হলি-বলি-টলি সব ছবিতেই এমন উদাহরণ রয়েছে৷ আবারও টলিউডে ভূতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবি৷ পরিচালক সৌকর্য ঘোষাল৷ কিন্তু এই ভূতের যে সে গল্প নয়, থাকবে ভূতের জীবনী!

টলিউডে ভূতের ভয় আগেই কাটিয়েছেন অনিক দত্ত৷ তাঁর ছবি ভূতের ভবিষ্যতে এক একটি ভূতের চরিত্র ছিল দারুণ মজাদার৷ এরপরই অপর্ণা সেনের গয়নার বাক্সেও ভূত হয়ে এসেছিলেন পিসিমা৷ এবার বাংলা সিনেমায় আসছেন ভূতপরী৷ গল্প-কাহিনিতে পরী হল ইচ্ছাপূরণের প্রতীক৷ তাহলে প্রশ্ন জাগবে এই ভূতপরীর ভূমিকাও কী এমনই হবে? উত্তর পাওয়া যাবে ছবি মুক্তিতে৷ আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির শ্যুটিং৷ভূত1

ছবিতে দুটি প্রধান চরিত্র৷ ভূত ও এক ছোট বাচ্চার গল্প৷ ১৯৪৭-এ মৃত এক মহিলার ভূত হয়ে ফিরে আসে ২০১৯-এ৷ দেখা হয় এক ছোট্ট ছেলের সঙ্গে৷ নিজের মৃত্যু নিয়ে অনেক তথ্য সামনে আসে ওই মহিলার৷ জানতে পারেন যে তাকে খুন করা হয়েছিল৷ এরপরই শুরু হয় খোঁজ৷ ছোট্ট ছেলেকে নিয়ে নিজের খুনিকে খুঁজে বের করেন এই ভূতপরী ও খুদে৷

এই ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান৷ ছোট ছেলের ভূমিকায় বিষান্তক মুখোপাধ্যায়৷ রয়েছেন ঋতিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্যায়৷

ভূতপরীর ভূমিকায় জয়া এহসান৷ ভূতপরীর ভূমিকায় জয়া এহসান৷
First published: August 23, 2019, 8:32 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर