corona virus btn
corona virus btn
Loading

সামনে এল ইন্দ্রদীপ দাশগুপ্তর দ্বিতীয় ছবির পোস্টার ! আবির ও সোহিনীকে দেখা যাবে মুখ্য চরিত্রে

সামনে এল ইন্দ্রদীপ দাশগুপ্তর দ্বিতীয় ছবির পোস্টার ! আবির ও সোহিনীকে দেখা যাবে মুখ্য চরিত্রে
photo source facebook

সামনে এল ইন্দ্রদীপ দাশগুপ্তর দ্বিতীয় ছবির পোস্টার ! আবির ও সোহিনীকে দেখা যাবে মুখ্য চরিত্রে

  • Share this:

#কলকাতা: ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি এখন শুধু আর সঙ্গীত পরিচালক নয় বা গায়কই নন। একজন সফল ছবির পরিচালকও বটে। তাঁর প্রথম ছবি 'কেদারা' এবছর ৬৬তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা জ্যুরির জাতীয় পুরস্কার পায়। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে। ছবিটি কলকাতায় মুক্তি পাবে ১ লা নভেম্বর। এই ছবির বিষয়ে সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি বলেছেন," সোমবার মানে ১২ তারিখ আমার আর একটা ছবির কথা সবার সামনে আনবো। এটাও একেবারে অন্য রকম ছবি। ভাবনাটা সদ্যই এসেছে মাথায়। আর তা থেকেই পরের ছবিটা করবো।"

সব রহস্যের সমাধান হল তাঁর ছবির প্রথম পোস্টার সামনে আসতেই। ছবির মহরতও হয়ে গিয়েছে। খাস কলকাতায় রহস্যময়ভাবে খুন হচ্ছেন বৃদ্ধরা। এবার এই বিষয়কে নিয়েই থ্রিলারে ডুব দিচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির নাম ‘আগন্তুক’। প্রধান চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। তিনটি বয়সেই পর্দায় আগমন ঘটবে অভিনেত্রীর। সঙ্গে থাকছেন আবির চট্টোপাধ্যায়।

photo source facebook photo source facebook
First published: August 14, 2019, 9:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर