শ্রীপর্ণা দাশগুপ্ত: বাংলা চলচ্চিত্রে এক বিশাল ক্যানভাস সৌমিত্র চট্টোপাধ্যায়৷ সেই জীবনের কাহিনীই এবার আসছে সেলুলয়েডের পর্দায়৷ ছবির নাম ছবির নাম 'অভিযান'। ছবিটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং৷পরিচালক জানিয়েছেন, ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল প্রায় দু’বছর আগে থেকে।
সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘শ্রাবনের ধারা’ ছবিতে তখন একসঙ্গে দু’জনে অভিনয় করছেন। আর তখনই একটু বেশি আন্তরিক হয়ে ওঠে সৌমিত্র ‘জেঠু’ ও পরমব্রতর সম্পর্ক। তখনই সৌমিত্রবাবুর বায়োপিক বানানোর ইচ্ছে প্রকাশ করেন পরম। আর তাতে রাজিও হয়ে গিয়েছিলেন সত্যজিতের ফেলুদা। সেই ভাবনাচিন্তার দু’বছর পরে এখন পুরোদমে চলছে ‘অভিযানে’র শুটিং।
ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৬০ বছরের কর্মজীবনের নানা স্বরণীয় মূহূর্ত উঠে আসবে। কম বয়সের সৌমিত্রর চরিত্রাভিনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে অভিনেতা যীশু সেনগুপ্তকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এত বহুমুখী এক চরিত্রের ভূমিকায় অভিনয় করাটাও বেশ বড় চ্যালেঞ্জ যীশুর কাছে। ছবিতে সৌমিত্রবাবুর স্ত্রীর চরিত্রায়ন করবেন ডলি বসু। বাকি যারা বিভিন্ন তারকাদের চরিত্রায়ন করবেন তাঁদের নাম এখনই প্রকাশ করতে অনিচ্ছুক পরমব্রত। তবে তিনি বলছেন, পরিচালকের থেকে বেশ ভাল করে শট বুঝে নিচ্ছেন বর্ষীয়ান এই অভিনেতা। আর অভিনয়ের ডেলিভারিও করছেন ঠিক যেমনটা চাইছেন পরিচালক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।