• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • হাফ স্যালারি হাফ প্যান্ট, ফুল স্যালারি ফুল প্যান্ট ! দ্বিতীয় পুরুষের চমক অনির্বাণেই

হাফ স্যালারি হাফ প্যান্ট, ফুল স্যালারি ফুল প্যান্ট ! দ্বিতীয় পুরুষের চমক অনির্বাণেই

photo source collected

photo source collected

গোটা ভিডিওটা দেখলে আপনার মনে হবেই আর কিছু না হোক এই খোকাকে দেখার জন্য ছবিটা দেখতেই হবে।

 • Share this:

  #কলকাতা: ৯ বছর আগে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি '২২শে শ্রাবণ'। সেই সময় বলতে গেলে এই ছবি ছিল একটা বিপ্লব। এবার পরিচালক সৃজিত সেই ছবির সিক্যুয়েল বানাচ্ছেন। নাম রেখেছেন 'দ্বিতীয় পুরুষ'। আগের মতো এই ছবিতে পরমব্রত, রাইমা, আবিরের সঙ্গে সৃজিতের নতুন সংযোজন অনির্বাণ ভট্টাচার্য। বলতে গেলে এবার 'খোকা' চরিত্রের অনির্বাণ সকলকে চমকে দিতে চলেছেন।

  'খোকা' এবারের সব থেকে বড় চমক। খোকা ওরফে অনির্বাণকে দেখে মুগ্ধ গোটা নেটিজেন। ছবিটির ট্রেলর ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবির প্রোমোশনের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন পন্থা নিয়েছে প্রযোজক পক্ষ। তাঁরা অনির্বাণকে অস্ত্র বানিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। আর যে ভিডিও সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। অফিসে ঢুকছেন অনির্বাণ হাফ প্যান্ট পরে। তাঁকে কেন এই পোশাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, "হাফ স্যালারি হাফ প্যান্ট, ফুল স্যালারি ফুল প্যান্ট। যেমন খাজনা তেমন বাজনা।" এই সংলাপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা ভিডিওটা দেখলে আপনার মনে হবেই আর কিছু না হোক এই খোকাকে দেখার জন্য ছবিটা দেখতেই হবে। অনির্বাণ থিয়েটারের পাকা অভিনেতা। ধীরে ধীরে তিনি টলিউডে নিজের অভিনয় দক্ষতায় নতুন জায়গা করে নিয়েছেন। সৃজিতে ছবি হোক কি অপর্ণা সেন, সকলের পরিচালনাতেই তিনি অসাধারণ।
  Published by:Piya Banerjee
  First published: