• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • এ বার কোয়ারেন্টাইনে অভিনেতা-সাংসদ দেব

এ বার কোয়ারেন্টাইনে অভিনেতা-সাংসদ দেব

ফের বিনোদন জগতের আরও এক সেলেবের বাড়িতে করোনার থাবা ।

ফের বিনোদন জগতের আরও এক সেলেবের বাড়িতে করোনার থাবা ।

ফের বিনোদন জগতের আরও এক সেলেবের বাড়িতে করোনার থাবা ।

  • Share this:

#কলকাতা: ফের বিনোদন জগতের আরও এক সেলেবের বাড়িতে করোনার থাবা । কিছুদিন আগেই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন তিনি করোনা পজেটিভ । তবে সুখের বিষয়, শুভশ্রীর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে । এ বার করোনা সংক্রমণের খবর এল দেবের বাড়ি থেকে ।

জানা গিয়েছে, অভিনেতা-সাংসদ দেবের ম্যানেজারের রিপোর্ট পজেটিভ এসেছে । ফলে ম্যানেজারের পরিবার আগামী ১৪ দিন কোয়ারেন্টাইন-এ থাকবেন । দেব ও বাড়ির সকলের কোভিড টেস্ট হয়েছে । জানা গিয়েছে, সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে । তবে যেহেতু দেবের বাড়িতে যাতায়াত ছিল তাঁর ম্যানেজারের ফলে তিনি ও তাঁর পরিবারের সকলেই ১৪ দিন কোয়ারেন্টাইন-এ থাকবেন বলে জানা গিয়েছে ।

Published by:Simli Raha
First published: