corona virus btn
corona virus btn
Loading

ফাঁস হল রহস্য! নিজের নয়, কাকার বিয়ে দিচ্ছেন দেব! দেখুন...

ফাঁস হল রহস্য! নিজের নয়, কাকার বিয়ে দিচ্ছেন দেব! দেখুন...

এবার সেই দিনক্ষণ জানিয়ে বিয়ের বিষয় তথ্য ফাঁস করলেন দেব৷ দেখে নিন কবে হবে বিয়ে...

  • Share this:

#কলকাতা: শুভবিবাহ নিয়ে আগ্রহ কম ছিল না৷ সকলেই তাকিয়ে ছিলেন দেব-রুক্মিনীর বিয়ের দিকে৷ নিজের ফেসবুক পোস্টে একেবারে বিয়ের কার্ড ছেপে দিয়েছিলেন দেব৷ সকলের মধ্যে উত্তেজনা কম ছিল না৷ ভক্তরা শুধুমাত্র অপেক্ষা করছিলেন দিনটার জন্য৷ কবে হবে সেই দিনক্ষণ, যেদিন প্রিয় তারকার বিয়ে নিয়ে আপ্লুত হতে পারবে তারা৷ এবার সেই দিনক্ষণ জানিয়ে বিয়ের বিষয় তথ্য ফাঁস করলেন দেব৷ দেখে নিন কবে হবে বিয়ে...

গতকাল অর্থাৎ সোমবার প্রথম বিয়ের কার্ডটি সামনে আনেন দেব৷ মঙ্গলবার সেই ছবির দ্বিতীয় ভাগটি প্রকাশ করলেন দেব৷ যাতে পরিষ্কার হল বিষয়টি৷ সেখানে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়াকে৷ বর-বৌ হিসেবে তাদের ছবি যার নীচে লেখা রয়েছে 'আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে। -ইতি টনিক'

তাহলেই বুঝন কেমন দুরন্ত চমক দিলেন দেব৷ এই ছবিটি দেবের প্রযোজনায় তৈরি হচ্ছে৷ তাই তো এমন মজার পোস্ট করেছিলেন অভিনেতা৷ আসলে দেব ও রুক্মিণীর প্রেম এখন সর্বজন বিদিত৷ তাদের বিয়ে কবে সেটা নিয়েই এখন সকলের আগ্রহ৷ সেই আগ্রহকে সুকৌশলে ব্যবহার করেছেন দেব৷ তাই তো তার পোস্টার প্রথম থেকেই হিট! ৮ই মে এই ছবি শুভ বিবাহ মুক্তির অপেক্ষায় সকলে৷ নজর থাকবে সকলের৷

First published: January 14, 2020, 9:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर