Home /News /entertainment /
মায়ের জন্মদিন পালন করতে গিয়ে মায়ের কাছে প্রচণ্ড ধমক খেলেন দেব! ভাইরাল ভিডিও

মায়ের জন্মদিন পালন করতে গিয়ে মায়ের কাছে প্রচণ্ড ধমক খেলেন দেব! ভাইরাল ভিডিও

 • Share this:

  #মুম্বই: মায়ের জন্মদিন ৷ দিনটা যে কোনও সন্তানের কাছেই খুব স্পেশ্যাল হয় ৷ তা তিনি যত বড় নায়কই হন না কেন ৷ টলিউড সুপারস্টার তথা সাংসদ দেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় ৷ তাই মায়ের জন্মদিন একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করলেন দেব ৷ দেবের বড় হয়ে ওঠার দিনগুলো কেটেছে মুম্বইয়ে ৷ বাণিজ্যনগরীর যে রাস্তায়, যে ঘরে, যে পরিবেশে দেবের ছোটবেলা কেটেছে মায়ের জন্মদিন পালন করতে সেখানে এলেন নায়ক ৷ সেই মানুষগুলো, যাঁরা তাঁকে কোলেপিঠে করে বড় করেছেন তাঁদের সঙ্গেই হল জন্মদিন সেলিব্রেশন ৷ সেখানেই মায়ের কেক কাটার ভিডিও শেয়ার করেছেন দেব ৷ সঙ্গে লিখলেন মিষ্টি ক্যাপশনও ৷ মায়ের উদ্দ্যেশ্যে দেবের সোশ্যাল বার্তা ছিল খানিকটা এরকম- ‘‘মায়ের জন্মদিন...আমরা লড়াই করি, ঝগড়া করি, ভালবাসি, যত্ন নিই, মনখারাপ করি, কথা বন্ধ করি.... আবার কথা বলি, লড়াই করি, ঝগড়া করি...৷ এটাই আমার মা ৷ আমার স্পিরিট, আমার শক্তি, আমার আশীর্বাদ ৷ এটা আমাদের সেই বাড়ি যেখানে আমরা আমাদের ছোটবেলাটা কাটিয়েছি ৷’’ মিষ্টি সেই ভিডিওতে কিন্তু মায়ের কাছে প্রচণ্ড ধমক খেতে হল বাংলার সুপারস্টারকে ৷ মা’কে কেক খাওয়ানোর সময় মায়ের গালে একটু কেক গালিয়ে দিয়েছিলেন  ‘দুষ্টু ছেলে’ দেব ৷ ব্যাস আর যায় কোথায় ৷ মায়ের বকুনি শুরু ৷ আসলে মা তো মা-ই হন ৷

  Published by:Simli Raha
  First published:

  Tags: Birthday Celebration, Dev, Mumbai

  পরবর্তী খবর