corona virus btn
corona virus btn
Loading

মায়ের জন্মদিন পালন করতে গিয়ে মায়ের কাছে প্রচণ্ড ধমক খেলেন দেব! ভাইরাল ভিডিও

মায়ের জন্মদিন পালন করতে গিয়ে মায়ের কাছে প্রচণ্ড ধমক খেলেন দেব! ভাইরাল ভিডিও
  • Share this:

#মুম্বই: মায়ের জন্মদিন ৷ দিনটা যে কোনও সন্তানের কাছেই খুব স্পেশ্যাল হয় ৷ তা তিনি যত বড় নায়কই হন না কেন ৷ টলিউড সুপারস্টার তথা সাংসদ দেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় ৷ তাই মায়ের জন্মদিন একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করলেন দেব ৷ দেবের বড় হয়ে ওঠার দিনগুলো কেটেছে মুম্বইয়ে ৷ বাণিজ্যনগরীর যে রাস্তায়, যে ঘরে, যে পরিবেশে দেবের ছোটবেলা কেটেছে মায়ের জন্মদিন পালন করতে সেখানে এলেন নায়ক ৷ সেই মানুষগুলো, যাঁরা তাঁকে কোলেপিঠে করে বড় করেছেন তাঁদের সঙ্গেই হল জন্মদিন সেলিব্রেশন ৷ সেখানেই মায়ের কেক কাটার ভিডিও শেয়ার করেছেন দেব ৷ সঙ্গে লিখলেন মিষ্টি ক্যাপশনও ৷ মায়ের উদ্দ্যেশ্যে দেবের সোশ্যাল বার্তা ছিল খানিকটা এরকম- ‘‘মায়ের জন্মদিন...আমরা লড়াই করি, ঝগড়া করি, ভালবাসি, যত্ন নিই, মনখারাপ করি, কথা বন্ধ করি.... আবার কথা বলি, লড়াই করি, ঝগড়া করি...৷ এটাই আমার মা ৷ আমার স্পিরিট, আমার শক্তি, আমার আশীর্বাদ ৷ এটা আমাদের সেই বাড়ি যেখানে আমরা আমাদের ছোটবেলাটা কাটিয়েছি ৷’’

মিষ্টি সেই ভিডিওতে কিন্তু মায়ের কাছে প্রচণ্ড ধমক খেতে হল বাংলার সুপারস্টারকে ৷ মা’কে কেক খাওয়ানোর সময় মায়ের গালে একটু কেক গালিয়ে দিয়েছিলেন  ‘দুষ্টু ছেলে’ দেব ৷ ব্যাস আর যায় কোথায় ৷ মায়ের বকুনি শুরু ৷ আসলে মা তো মা-ই হন ৷

Published by: Simli Raha
First published: January 16, 2020, 10:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर