corona virus btn
corona virus btn
Loading

টিভিতে ফিরলো 'বউ কথা কও'! আর একবার মানুষের মন জয় করবে নিখিল-মৌরি !

টিভিতে ফিরলো 'বউ কথা কও'! আর একবার মানুষের মন জয় করবে নিখিল-মৌরি !
photo source collected

সোম থেকে শুক্র সন্ধে সাড়ে আটটায় দেখানো হবে 'বউ কথা কও"।

  • Share this:

#কলকাতা: বাঙালির মন জয় করতে আর একবার টিভিতে আসছে বিখ্যাত বাংলা ধারাবাহিক 'বউ কথা কও'। এই সময় করোনার জন্য মানুষ গৃহবন্দি। কেউ বাড়ির বাইরে যেতে পারছেন না। বন্ধ হয়েছে সিনেমা সিরিয়ালের শ্যুটিং। তাই পুরনো সিরিয়ালগুলিকে আবার দেকানো হচ্ছে। যেমন শক্তিমান, মহাভারত, রামায়ন দেখানো হচ্ছে।

এবার স্টার জলসায় সোম থেকে শুক্র সন্ধে সাড়ে আটটায় দেখানো হবে 'বউ কথা কও"। এই সিরিয়াল দিয়েই টলিউডে অভিনয় শুরু করেছিলেন মানালি। নিখিল ও মৌরি তাঁদের ভালবাসার গল্প শুনিয়েছিল মানুষকে। আবার তাঁদের ভালবাসার গল্প নিয়ে আসছে মৌরি ও নিখিল !

First published: April 15, 2020, 9:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर