হোম /খবর /বিনোদন /
স্নানের ছবি শেয়ার করে নেট দুনিয়ায় কালবৈশাখি ঝড় তুললেন ঝুমা বৌদি মোনালিসা

স্নানের ছবি শেয়ার করে নেট দুনিয়ায় কালবৈশাখি ঝড় তুললেন ঝুমা বৌদি মোনালিসা

জলে আগুন ধরালেন ঝুমা বৌদি

  • Share this:
    #কলকাতা: 'দুপুর ঠাকুরপো সিজন ২'- এর পর থেকে বাঙালির মনে কালবৈশাখি ঝড় তুলেছেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। শরীরি বিভঙ্গে রাতারাতি বাঙালির ফ্যান্টাসি এই ভোজপুরি অভিনেত্রী, বলা চলে উষ্ণতার উৎস! মোনালিসা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তে শেয়ার করেন ফ্যানেদের সঙ্গে! যেমন এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে বেরাচ্ছে ঝুমা বৌদির স্নানের ছবি। সুইমিং পুলের নীল জলে কালো স্যুইমসুটে জলকেলিতে ব্যস্ত সুন্দরী... উফফ জলে যেন আগুন ধরাচ্ছেন...! ট থেকে আশি ভিড় জমিয়েছেন স্ক্রিনের সামনে! ছবিটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মোনালিসা!স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘নজর’ এ মোনালিসাকে একটি ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। এই সিরিয়ালের দ্বিতীয় সিজনটি সদ্যই শুরু হয়েছে। এছাড়াও ভুট প্রযোজিত ও ভিগো আয়োজিত একটি রিয়্যালিটি শো এর বিচারক তিনি।
    First published:

    Tags: MonalIsa