corona virus btn
corona virus btn
Loading

নেট দুনিয়ায় তোলপাড়, স্নানের ভিডিও পোস্ট করলেন 'দুপুর ঠাকুরপো'-র ঝুমা বৌদি

নেট দুনিয়ায় তোলপাড়, স্নানের ভিডিও পোস্ট করলেন 'দুপুর ঠাকুরপো'-র ঝুমা বৌদি

ঝড় তুললেন ঝুমা বৌদি মোনালিসা

  • Share this:

#কলকাতা: 'দুপুর ঠাকুরপো সিজন ২'- এর পর থেকে বাঙালির মনে কালবৈশাখি ঝড় তুলেছেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। শরীরী বিভঙ্গে রাতারাতি বাঙালির ফ্যান্টাসি এই ভোজপুরি অভিনেত্রী, বলা চলে উষ্ণতার উৎস! মোনালিসা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তে শেয়ার করেন ফ্যানেদের সঙ্গে! যেমন এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে বেরাচ্ছে ঝুমা বৌদির স্নানের ছবি। সুইমিং পুলের নীল জলে কালো স্যুইমসুটে জলকেলিতে ব্যস্ত সুন্দরী... উফফ জলে যেন আগুন ধরাচ্ছেন...!  ব্যাকগ্রাউন্ডে বাজছে গান 'ডু ইউ লাভ মি ?'... ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মোনালিসা! ক্যাপশনেও লিখেছেন, ''ডু ইউ লাভ মি ?'' সুন্দরীর প্রশ্নের উত্তে দিতে আর ঝুমা বৌদির জলকেলির মুহূর্তের সাক্ষ্মী হতে নেটিজেনরা ভিড় জমিয়েছেন মোবাইল বা ল্যাপট স্ক্রিনের সামনে!

দেখুন সেই ভিডিও--  
First published: March 10, 2020, 6:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर