#কলকাতা: লাল টুকটুকে ভারী লেহেঙ্গা। শাখা-পলার সঙ্গে ম্যাচিং গয়না। কপালে চন্দন থেকে টিকলি...এক্কেবারে রেডি কনে। মাথায় মুকুটও পরা হয়ে গিয়েছে। তারপরেই হঠাৎই সব যেন ওলোট-পালোট হয়ে গেল। আচমকাই দুই ননদের সঙ্গে 'টুম্পা সোনা' গানে নাচতে শুরু করলেন টলি পভিনেত্রী তৃণা। হ্যাঁ ঠিকই পড়ছেন। কনে নিজেই বিয়ের আগে নেচেকুদে অস্থির। তাও আবার ট্রেন্ডিং সং 'টুম্পা সোনা'য়।
গোটা ঘটনাটাই ঘটেছে 'খড়কুটো' ধারাবাহিকের সেটে। সেখানেই গুনগুনের সঙ্গে সৌজন্যের বিবাহপর্ব চলছে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন লক্ষ লক্ষ দর্শক। রবিবার তৃণা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেটে তাঁদের এই খুনসুটির ভিডিওটি শেয়ার করেন । তারপরেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। তবেকেই বলেছেন, যাঁদের বিয়ে নয়, তাঁদেরও এই ভিডিও দেখে বিষের সাধ হতেই পারে।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২১-র ৪ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্য্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তৃণা। ইতিমধ্যেই বিয়ের কেনাকাটাও নাকি শুরু করে দিয়েছেন তৃণা। এবার বিয়ের ঢের আগেই প্রকাশ্যে এল তৃণার বিয়ের লুক। কনের সাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অভিনেত্রী। তবে এটা তৃণার আসল বিয়ে নয়, এখানে বিয়ে গুনগুনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trina Saha