• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • টলিউডের নতুন জুটি ইশা-অনুভব, মুক্তি পেল সহবাসে ছবির পোস্টার

টলিউডের নতুন জুটি ইশা-অনুভব, মুক্তি পেল সহবাসে ছবির পোস্টার

ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷

ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷

ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷

 • Share this:

  #কলকাতা: মুক্তি পেল সহবাসে ছবির পোস্টার৷ নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল ৷ ছবির নাম ‘সহবাসে’ ! ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷ আর তাই তো ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল ছবির মূল চরিত্রে সাইন করিয়ে ফেলেছেন ইশা ও অনুভবকে ৷ এই ছবিতে ইশা-অনুভব ছাড়াও রয়েছেন, সায়নি ঘোষ, দেবলিনা দত্ত, ব্রাত্য বসু, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল, তুলিকা বসু৷ সিনেমায় নতুন হলেও, অঞ্জন কাঞ্জিলাল নাটকের মঞ্চে নানা রকম গল্প বলে চলেছেন বহু বছর ধরে ৷ মূলত দিল্লিবাসী ৷ নাটকের মঞ্চেই এতদিন ছিল তাঁর আধিপত্য ৷ ‘সহবাসে’-ই তাঁর প্রথম ছবি৷

  এর আগে ছবির একটি ছোট ট্রেলার প্রকাশ করা হয়েছিল৷ ২ মিনিটের এই ভিডিওটির শেষে অবশ্য একটি বার্তা উঠে এসেছিল৷ জানানো হয়েছিল যে লকডাউন ও করোনা সংক্রমণের ফলে আপাতত ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে সঠিক সময় নিশ্চয়ই দেখা যাবে সহবাসে৷

  ছবি কবে মুক্তি পাবে, সেই চিন্তা রয়েছে সকলের মনেই৷ কারণ এখনও পর্যন্ত সিনেমা হল খোলার অনুমতি মেলেনি৷ তাই এখন শুধুই হল খোলা ও ছবি মুক্তির অপেক্ষায় টিম সহবাস৷

  Published by:Pooja Basu
  First published: