#কলকাতা: জীবনের রঙে রঙ মেলাতে হাজির 'গুলদস্তা'৷ ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, অনুরাধা চট্টোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল৷ সংসার-যাপন-জীবন। জীবনের রঙ যখন ফ্যাকাশে হয়ে যায় তখন আচমকাই হাজির হয় গুলদস্তা। সাদা-কালো জীবনে এক টুকরো কমলালেবু রঙের মতো আশা।অর্জুন দত্তের ছবি 'গুলদস্তা' সেই আশার গল্প বোনে। তাসের ঘরের মত সংসারে সেই তো বাঁচিয়ে রাখার মূলমন্ত্র।
এছাড়াও ছবি জুড়ে রয়েছে অজস্র সমীকরণ। সম্পর্কের টানাপোড়েন।রিয়া( অনুরাধা মুখোপাধ্যায় ), অর্ণব ( ঈশান মজুমদার) বা টুকাই (অনুভব কাঞ্জিলাল) কিংবা টুকাইয়ের ঠাকুমা-র ( ছন্দা করঞ্জি) বেঁচে থাকার পাসওয়ার্ডটা কী? কীভাবে ব্যক্তি মানুষ থেকে পরিবারে রূপান্তর ঘটে তারই গল্প বলে গুলদস্তা।পরিচালক অর্জুন দত্তের কথায় গুলদস্তা আশার গল্প বলে। খারাপ সময় থেকে বেরিয়ে আসার গল্পই হল গুলদস্তা। রোজকার লড়াইয়ের মধ্যে থেকে বেঁচে ফেরার গল্প। 'আ স্টোরি অফ হোপ' ২১শে অক্টোবর সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেল গুলদস্তা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Guldasta