IFFI-র মঞ্চে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', উপস্থিত ছিল গোটা টিম

IFFI-র মঞ্চে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', উপস্থিত ছিল গোটা টিম
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ছবি, নিঃসন্দেহে এই ছবি নিয়ে আগ্রহ ছিল দর্শকের মধ্যে। ছবিটি মুক্তি পায় ৬ই মার্চ ২০২০। তার দিন কয়েক পরেই শুরু হয়ে যায় লকডাউন।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ছবি, নিঃসন্দেহে এই ছবি নিয়ে আগ্রহ ছিল দর্শকের মধ্যে। ছবিটি মুক্তি পায় ৬ই মার্চ ২০২০। তার দিন কয়েক পরেই শুরু হয়ে যায় লকডাউন।

  • Share this:

#কলকাতা: ইফি(IFFI) গোয়াতে  জায়গা করে নিল 'ব্রহ্মমা জানেন গোপন কম্মটি'। গোটা কাস্ট অ্যান্ড ক্রুকে নিয়ে পরিচালক অরিত্র ও প্রযোজক শিবপ্রসাদ হাজির গোয়া চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। ইফি-তে দেখানো হল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।  এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও সোহম মজুমদার।

অরিত্র মুখোপাধ্যায় এই ছবি দিয়ে পরিচালনার ইনিংস শুরু করেন। সহ পরিচালক হিসেবে আগে বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও এটা তাঁর প্রথম নিজস্ব পরিচালনার ছবি। এই ছবিতে মহিলা পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী। সমাজের গোরামিকে তুলে ধরে এই ছবি। অযৌক্তিক প্রথা ভাঙার কথাও বলে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।


শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ছবি, নিঃসন্দেহে এই ছবি নিয়ে আগ্রহ ছিল দর্শকের মধ্যে। ছবিটি মুক্তি পায় ৬ই মার্চ ২০২০। তার দিন কয়েক পরেই শুরু হয়ে যায় লকডাউন। তাই দর্শকের কাছেও ঠিক ভাবে পৌঁছতে পারেনি এই ছবি। তবুও যাঁরা দেখতে পেরেছিলেন তাঁদের মনে দাগ কেটেছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। সিনেমা হল চালু হওয়ার পর আবার দেখানো হচ্ছে এই ছবি। ইফির মতো মঞ্চে, এই ছবির জায়গা করে নেওয়া , নিঃসন্দেহে প্রশংসনীয়।

Published by:Pooja Basu
First published: