Home /News /entertainment /
শ্যুটিংয়ে আচমকা কার উদ্দেশ্যে চুমু টলি নায়িকা শুভশ্রীর ?

শ্যুটিংয়ে আচমকা কার উদ্দেশ্যে চুমু টলি নায়িকা শুভশ্রীর ?

ভাইরাল শুভশ্রীর কীর্তি

 • Share this:

  #কলকাতা: চলছে শ্যুটিং! লাল বেনারসী শাড়ি, সোনার গয়নায় সেজে বসে রয়েছেন শুভশ্রী। হেয়ার ড্রেসার তাঁর চুল আচড়াচ্ছেন... ব্যাকগ্রাউন্ডে চলছে 'কানো মে এক দিলকি বাত সুনাওয়া...''... এদিক-ওদিক উড়ছে কিছু পালক! ঝলমলাচ্ছেন 'পরাণ জায় জ্বলিয়া রে' স্টার। আচমকা ফ্লায়িং কিস দিলেন শুভশ্রী। কিন্তু সুন্দরী নায়িকা কার উদ্দেশ্যে চুমু দিলেন ? এই প্রশ্নের উত্তর পেতেই নেট দুনিয়ায় শেয়ার হয়েছে ভিডিওটি! আর প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটির হাজার হাজার ভিউ, শেয়ার, লাইক! এককথায় ভিডিওটি 'ভাইরাল', দেখুন সেই ভিডিও--

  একাধিক প্রজেক্টে ব্যস্ত শুভশ্রী। সবে ধর্মযুদ্ধের ট্রেলার লঞ্চ হয়েছে ৷ শুরু হয়েছে রাজের আগামী ছবি 'হাবজি গাবজি'-র শ্যুটিংও। ছবিতে শুভশ্রীর পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। সিকিমের তুরুকে শ্যুটিং চলাকালীনই ছিল রাজের জন্মদিন। বরের জন্মদিন বলে কথা! 'আউটডোর'-এই জমিয়ে জন্মদিনের পার্টির আয়োজন করলেন 'শুভ'! উষ্ঞ, ঘরোয়া, ছিমছাম। ছিল ৫ রকমের ভাজাও। ঠিক যেভাবে বাঙালি বাড়িতে ছেলে মেয়েদের জন্মদিনে পাত সাজিয়ে দেন মায়ের, সেভাবে সাজানো হল রাজের থালা৷ যাঁরা রান্নার দায়িত্বে ছিলেন, তাঁরাও খেয়াল করে বার্থডে বয়ের পছন্দের মতো রাঁধলেন৷ ভাত, ডাল, ভাজা, চিকেন আর চিংড়ির মালাইকারি৷

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Subhashree Ganguly

  পরবর্তী খবর