#কলকাতা: কালো আর লাল কম্বিনেশনের বেনারসি শাড়ি, খোলা চুল, গা ভর্তি গয়না... এক্কেবারে ট্র্যাডিশনাল অবতারে দেখা মিলল টলিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কিন্তু এহেন সেজে তিনি কোনও ইভেন্ট বা শ্যুটিং ফ্লোরে নয়, রয়েছেন ফুটবল খেলার মাঠে। আর সেখানে যা করলেন, ভিডিও নেট দুনিয়ায় শেয়ার হতেই 'ভাইরাল'!
এই প্রথম ফুটবলার শ্রাবন্তীর দেখা মিলল! শাড়ি পরেই চুটিয়ে খেললেম ফুটবল, মারলেন গোলও!
দেখুন শ্রাবন্তীর ফুটবল খেলার ভিডিও--
টালিউডের হার্টথ্রব শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চ্যাম্পিয়ন দিয়ে কেরিয়ার শুরু... জিৎ থেকে দেব... ইনহডাস্ট্রির এক- সে-বরকর-এক নায়কদের সঙ্গে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দশর্কদের। কয়েকমাস আগে অমৃতসরে এক্কেবারে চুপিসারে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে সেরেছেন শ্রাবন্তী ৷ বেশ কয়েকবছর আগে জামাইবাবুর মাধ্যমেই রোশনের সঙ্গে যোগাযোগ হয় সুন্দরীর। তখন সবে তাঁর দ্বিতীয় স্বামী কৃষ্ণণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে... মন খারাপ... ধীরে ধীরে রোশনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।
তবে বিয়ে করে রূপোলী পর্দা ভুলে গিয়েছেন, এমনটা নয়! একদিকে যেমন চুটিয়ে সংসার করছেন, অন্যদিকে চলছে তাঁর নতুন ছবি 'বিক্ষোভ'-এর শ্যুটিং। ছবিটি পরিচালনা করছের শামীম আহমেদ রনী। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গড়িয়েছে 'বিক্ষোভ'-এর চিত্রনাট্য।