Home /News /entertainment /
টলিউডে ফের খুশির খবর, মা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

টলিউডে ফের খুশির খবর, মা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

পুত্র সন্তানের জন্ম দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ স্নেহা চট্টোপাধ্যায়

 • Share this:

  #কলকাতা: টলিউডে খুশির হাওয়া অব্যাহত... চলছে বিয়ের মরশুম... দেবলীনা-গৌরব, অনির্বাণ-মধুরিমা, নীল-তৃণা, ওম-মিমি... বিয়ের সানাই বেজেই চলেছে! তারমধ্যেই গতবছরের শেষের দিকে রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইউভান, এবার চলতি বছরের শুরুতেই আরেক স্টার কিড এল টলিপাড়ায়! পুত্র সন্তানের জন্ম দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ স্নেহা চট্টোপাধ্যায়।

  চলতি মাসের ৫ তারিখ একটি ফুটফুটে ছেলের জন্ম দেন স্নেহা। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ। একরত্তিকে দেখে বাবা সংলাপ ভৌমিকের পাগলপাড়া অবস্থা... উত্তেজনা, কৌতূহলের শেষ নেই! প্রশ্নে-প্রশ্নে জেরবার নতুন মা! তবে এখনও সন্তানের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি অভিনেত্রী, তিনি যে অন্তঃসত্ত্বা, সেকথাও গোপনেই রেখেছিলেন। আপাতত ছেলের দুটি নাম ঠিক করেছেন নতুন মা-বাবা... ‘তুরুপ’ আর ‘শুক্তো’। কোনটা ফাইনাল হবে, তাই নিয়ে চলছে জোর ভাবনা-চিন্তা! আর কবে ফের পর্দায় ফিরছেন স্নেহা? জানা গেল, আপাতত কোনও প্ল্যান নেই! আগামী অন্তত মাস চারেক ছোট্ট ছানাকে নিয়েই ব্যস্ত থাকতে চান অভিনেত্রী

  Published by:Rukmini Mazumder
  First published:

  পরবর্তী খবর