corona virus btn
corona virus btn
Loading

নেশায় মত্ত অবস্থায় ডিস্কো থেক-এ উদ্দাম নাচ অভিনেত্রী ও দেবের বিশেষ বন্ধু রুক্মিণী মৈত্রর

নেশায় মত্ত অবস্থায় ডিস্কো থেক-এ উদ্দাম নাচ অভিনেত্রী ও দেবের বিশেষ বন্ধু রুক্মিণী মৈত্রর

দেখুন নাচের ভিডিও--

  • Share this:

#কলকাতা: নেশায় মত্ত, চোখ ঢুলু-ঢুলু, কালো স্লিটেড স্কার্ট, নেট-এর টপ, পায়ে বুটস! সেক্সি অবতারে একটি পাব-এর ডান্স-ফ্লোরে উদ্দাম নাচতে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সুপারস্টার দেবের বিশেষ বন্ধু রুক্মিণী মৈত্রকে। নাচের মধ্যেই ধূমপান করছেন, অবলীলায় ছড়িয়ে দিচ্ছেন ধোঁয়া! রুক্মিণীর এহেন 'কর্ম'-এর ভিডিও নেট দুনিয়ায় 'ভাইরাল'!

দেখে নিন নাচের ভিডিও--

আসলে গানটি দেবের আগামী ছবি 'পাসওয়ার্ড'-এর। সদ্য মুক্তি পাওয়া 'ট্রিপি লাগে' গানেই 'সাহসী লুক'-এ ধরা দিয়েছেন নায়িকা! ডান্স ফ্লোরে তাঁকে সঙ্গ দিয়েছেন অদ্রিত। ছবিতে দেব, রুক্মিণীর পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

এ'বছর পুজোতেই মুক্তি পাবে দেব-রুক্মিণী সুপারহিট জুটির পাসওয়ার্ড। গানটি রিলিজের পর খানিক নার্ভাসই ছিলেন রুক্মিণী। কারণ, শরীরে ট্যাটু, পিয়ার্সিং ...এমন সাজে আগে কখনও দেখা যায়নি তাঁকে। রেভ পার্টিকে মাথায় রেখে সিকোয়েন্স কোরিওগ্রাফ করা হয়েছে। সুর দিয়েছেন স্যাভি।

First published: September 23, 2019, 8:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर