Home /News /entertainment /
'আমি এক্কেবারে সুস্থ', নিজেই লাইভে এসে জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়

'আমি এক্কেবারে সুস্থ', নিজেই লাইভে এসে জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়

'দিদি নম্বর ওয়ান'-এর জনপ্রিয় সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই লাইভে এসে জানালেন, তিনি সম্পূর্ণ সুস্থ

 • Share this:

  #কলকাতা: দিন কয়েক আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দাবি করা হয় ভীষণ অসুস্থ বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এও বলা হয়, তিনি নাকি কোভিডে আক্রান্ত, হাসপাতালে ভর্তি! ভিডিওটা ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা! সেই সমস্ত গসিপের অবসান ঘটিয়ে খোদ রচনা জানিয়ে দিলেন, তিনি একেবারেই সুস্থ আছেন! তাঁর কোভিড আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যে।

  শুনে নিন ফেসবুক লাইভ-এ কী বললেন রচনা--

  লকডাউনের দীর্ঘ বিরতির পর ফের শুরু হয়েছে 'দিনি নম্বর ওয়ান'! জোরকদমে চলছে শোয়ের নতুন এপিসোডের শ্যুটিং। 'ললিত দ্য গ্রেট ইস্টার্ন'-এ শ্যুটিংয়ের ফাঁকেই ফেজবুক লাইভ করলেন অভিনেত্রী। তিনি জানালেন, '' আমি একেবারেই সুস্থ। ভীষণ ভাল আছি। চুটিয়ে শ্যুটিং করছি। আর আমি কখনওই খারাপ থাকতে পারিনা, কারণ এত মানুষের স্নেহ ভালবাসা পাই যে! ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার ওপর, আমি ঠিক ভাল থাকব।'' পাশাপাশি রচনা এও জানান,'' আমি সবাইকে অনুরোধ করব কোনও মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে এরকম মিথ্যে খবর ছড়াবেন না! যে বা যাঁরা আমার শরীর খারাপের গুজব ছড়িয়েছেন, ঠিক করেননি।''

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Rachana Banerjee

  পরবর্তী খবর