#কলকাতা: নাচের তালে কোমর দোলে! একদমই তাই। আনন্দের অনুষ্ঠানে নাচ-গান হবে না, তা কী হয়। তাও আবার যদি হয় অভিনেত্রীর বিয়ে, তা হলে তো কথাই নেই। বিয়ের আগের দিন থেকে শুরু হয়ে যায় হইচই। কথা হচ্ছে অভিনেত্রী মিমি দত্তকে নিয়ে। ৩ ফেব্রুয়ারি অভিনেতা ওমের সঙ্গে তাঁর বিয়ে। এর আগে ২০২১-র শুরুতে রেজিষ্ট্রির ম্যারেজ অর্থাৎ আইন মতে বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। এবার সামাজিক বিয়ের পালা। সেই মতো চলছে প্রস্তুতি। এর আগে কয়েকদফা আইবুড়ো ভাতের পালা চলেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও তুলে ধরেছেন ওম-মিমি। এবার বিয়ের প্রস্তুতির সময়। সেখানে দেখা যাচ্ছে বারবার নাচের অনুশীলন করছেন কপত-কপতী! কখনও ওমের সঙ্গে তো কখনও প্রিয় বন্ধু দেবপর্ণার সঙ্গে শেষ মুহূর্তের নাচে মহড়া চলছে।
দেবপর্ণার সঙ্গে খুবই বন্ধুত্ব ওম ও মিমির। দু’জনের পাশে থাকেন সবসময় থাকেন দু’জনে। কিছুদিন আগেই দেবপর্ণা বিবাহবার্ষিকীতে উপস্থিত ছিলেন ওম-মিমি। এবার মিমির বিয়েতে চুটিয়ে আনন্দ করতে তৈরি হয়েছেন দেবপর্ণা। তাই তো চলছে নাচের মহরা। বিয়ের আগে মেহন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানে এভাবেই জমে উঠবে আসর। দেখুন...
প্রসঙ্গত সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ধারাবাহিক 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে মিমি দত্তকে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video