corona virus btn
corona virus btn
Loading

আদর, ঠোঁটঠাসা চুমু ! জন্মদিনে সৌরভকে অনিন্দিতার খুল্লমখুল্লা শুভেচ্ছা ! দেখুন--

আদর, ঠোঁটঠাসা চুমু ! জন্মদিনে সৌরভকে অনিন্দিতার খুল্লমখুল্লা শুভেচ্ছা ! দেখুন--

বাঙালি অভিনেত্রী অনিন্দিতা আর সৌরভের ঠোঁটঠাসা চুমু ...

  • Share this:

#কলকাতা: ঠোঁটে ঠোঁট, ঠোঁটঠাসা চুমু...দূরান্ত, উদ্দাম ভালবাসায় মাতলেন টলিউডের দুই 'সুপারহট' অথচ 'সুপারকুল' জুটি অনিন্দিতা বসু ও সৌরভ দাস! সৌরভের জন্মদিনে চূড়ান্ত রোম্যান্টিক চুমুর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অনিন্দিতা! ক্যাপশনখানাও ভারী মিষ্টি, 'ভাগ্যিস তুমি জন্মেছিলে! লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক!'

Photo Source: Instagram Photo Source: Instagram

অনিন্দিতা সৌরভের জমজমাট লাভস্টোরি! ‘বউ কথা কও’ ধারাবাহিক দেখে অনিন্দিতার প্রতি ভাললাগা তৈরি হয়েছিল সৌরভের। এরপর, সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবি ‘গুটি মল্লার’-এ জুটি বাঁধেন কপোত-কপোতি। তখনও একে অপরের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করেননি! সে পর্ব শুরু হল 'গুটি মল্লার'-এর সিক্যুয়েল ‘গুটি মল্লারের অতিথি’-র শ্যুটিংয়ে।’’ গত বছরের জুলাই থেকে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, এর আগে উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও চিত্রনাট্যকার-পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অনিন্দিতার। কিন্তু দু’বারই বিবাহ বিচ্ছেদ- এর সম্মুখীন হতে হয় অনিন্দিতাকে। তবে, এখনই বিয়ের কথা ভাবছেন না অনিন্দিতা-সৌরভ! আপাতত চার বছর ভালবাসায় মজে থাকতে চান, তারপর বিয়ে!

Published by: Rukmini Mazumder
First published: January 21, 2020, 7:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर