Home /News /entertainment /
'লড়কি বিউটিফুল' গানে তৃণা, রুকমা, প্রিয়াঙ্কার তুমুল নাচ, টেলি অভিনেত্রীদের ভিডিও ভাইরাল

'লড়কি বিউটিফুল' গানে তৃণা, রুকমা, প্রিয়াঙ্কার তুমুল নাচ, টেলি অভিনেত্রীদের ভিডিও ভাইরাল

বাংলা সিরিয়ালের ৩ জনপ্রিয় নায়িকার নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

 • Share this:
  #কলকাতা: ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান 'লড়কি বিউটিফুল কর গ্যায়ি চুল', ক্যামেরার সামনে তুমুল নাচ বাংলা টেলিভিশনের ৩ জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা, রুকমা রায় এবং প্রিয়াঙ্কা মিত্রর। এককথায় ধমাকা! ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার হতেই ভাইরাল! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ! দেখুন সেই ভিডিও--
  View this post on Instagram

  Ladki beautiful @priyanka_mitra_official @rayrooqma . . #igdurgapujo #durgapuja2020 #amarpujoreel #feelitreelit

  A post shared by Trina Saha (@trinasaha21) on

  সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাচের ভিডিওটি শেয়ার করেন তৃণা সাহা। ক্যাপশনে লেখেন, ' লড়কি বিউটিফুল'! একফ্রেমে ৩ সুন্দরী অভিনেত্রীর জমাটি নাচ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়! নেটিজেনদের যে বেজায় মনে ধরেছে নাচের ভিডিওটি তা কমেন্ট সেকশন দেখেই বোঝা যায়!

  ইদানীং টালিগঞ্জে কান পাতলেই শোনা যায় 'নিখিল' ওরফে নীল ভট্টাচার্য আর তৃণার প্রেম নিয়ে গুঞ্জন। বোঝাই যায় টেলিভিশনের পর্দায় 'শ্যামা'-র সঙ্গে সংসার পাতলেও বাস্তবে নীলের মনে-প্রাণে শুধু তৃণার রাজ! সম্প্রতি নীলের সঙ্গে তৃণার রোম্যান্টিক ফোটোশুটের ছবিও ভাইরাল হয়! ফটোশুটের পাশাপাশি 'ঝুম বরাবর ঝুম'-এর 'বোল না হালকে হালকে'-র ধুনে নেচে ওঠেন নীল এবং তৃণা। এককথায়, সু'জনের লাভস্টোরি এখন টেলি দুনিয়ার নতুন 'হটকেক'!

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Trina Saha

  পরবর্তী খবর