View this post on Instagram
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাচের ভিডিওটি শেয়ার করেন তৃণা সাহা। ক্যাপশনে লেখেন, ' লড়কি বিউটিফুল'! একফ্রেমে ৩ সুন্দরী অভিনেত্রীর জমাটি নাচ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়! নেটিজেনদের যে বেজায় মনে ধরেছে নাচের ভিডিওটি তা কমেন্ট সেকশন দেখেই বোঝা যায়!
ইদানীং টালিগঞ্জে কান পাতলেই শোনা যায় 'নিখিল' ওরফে নীল ভট্টাচার্য আর তৃণার প্রেম নিয়ে গুঞ্জন। বোঝাই যায় টেলিভিশনের পর্দায় 'শ্যামা'-র সঙ্গে সংসার পাতলেও বাস্তবে নীলের মনে-প্রাণে শুধু তৃণার রাজ! সম্প্রতি নীলের সঙ্গে তৃণার রোম্যান্টিক ফোটোশুটের ছবিও ভাইরাল হয়! ফটোশুটের পাশাপাশি 'ঝুম বরাবর ঝুম'-এর 'বোল না হালকে হালকে'-র ধুনে নেচে ওঠেন নীল এবং তৃণা। এককথায়, সু'জনের লাভস্টোরি এখন টেলি দুনিয়ার নতুন 'হটকেক'!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trina Saha