#কলকাতা: প্রয়াত স্বরূপ দত্ত৷ বাংলা সিনেমার এক উজ্জ্বল মুখ ছিলেন তিনি৷ গত শনিবার থেকে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ গত ৩দিন ধরে ছিলেন ভেন্টিলেশন৷ বুধবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর৷ পরিবারের তরফ থেকে তাঁর ছেলে জানিয়েছেন যে হাসপাতাল থেকে প্রথমে স্বরূপ দত্তের দেহ আনা হবে তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতে৷ তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুলছিলেন তিনি৷ তাঁর স্ত্রী এখনও জীবিত৷
একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন স্বরূপ দত্ত৷ তাঁর অভিনীত আপনজন, এখনই, অচেনা অতিথি-র কথা কখনই ভুলবেন না বাঙালি দর্শক৷ বাঙালি সুপুরুষ নায়ক হিসেব স্বরূপ দত্ত চিরকালই থেকে যাবেন বাঙালির মনে৷