#কলকাতা: টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী পায়েল সরকারের পর ভারতীয় জনতা পার্টি দলে নিয়েছে আরেক অভিনেত্রীকে৷ বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাম লেখালেন বিজেপি-তে৷ গতকাল বিকালে শহরের এক পাঁচ তারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগদান করলেন অভিনেত্রী শ্রাবন্তী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে বিজেপি-র পতাকা তুলে দেন৷
প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি| একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক।@narendramodi @AmitShah @JPNadda @KailashOnline @DilipGhoshBJP জয় শ্রী রাম #SonarBangla pic.twitter.com/FxZxM2Ihe0
— Srabanti (@srabantismile) March 2, 2021
দলে যোগ দিয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন যে, বিজেপি-র আদর্শে মানুষের পাশে দাঁড়িয়ে বরাবরের মতোই সমাজসেবামূলক কাজ করবেন তিনি৷ মঙ্গলবার বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রথম ট্যুইট করলেন শ্রাবন্তী৷ তিনি লিখলেন, "প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি৷ একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক। জয় শ্রী রাম৷"
গেরুয়া ব্রিগেডে যোগ দিয়ে শ্রাবন্তী বলেছিলেন, "আমার নতুন পথ চলা শুরু হল। আমি আপ্লুত, মোদিজির অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ।" শ্রাবন্তী আরও বলেন, "মোদিজিই বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে পারবেন বলে বিশ্বাস। তাই যোগ দেওয়ার ভাবনা।এ দিকে, প্রার্থী তালিকা প্রকাশ বা ইস্তেহার ঘোষণার আগেই শ্রাবন্তী বিজেপিতে যোগ দিতেই জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি ভোটে দলের প্রার্থী হতে পারেন। যদিও এ ব্যাপারে শ্রাবন্তী জানিয়েছেন, তিনি কিছু জানেন না। দল সিদ্ধান্ত নেবে আগামীতে কী হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Srabanti Chatterjee