হোম /খবর /বিনোদন /
ঋদ্ধিমার বার্থডে পার্টি,গান গেয়ে ফাটিয়ে দিলেন সৌরভ ও স্বামী গৌরব!ভিডিও হিট

ঋদ্ধিমার বার্থডে পার্টি,গান গেয়ে ফাটিয়ে দিলেন সৌরভ ও স্বামী গৌরব!ভিডিও সুপার ভাইরাল

জন্মদিনের পার্টিতে সেই সুরেলা মুহূর্ত ক্যামেরাবন্দি হল

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জন্মদিন ছিল ঋদ্ধিমার৷ আমন্ত্রিত ছিলেন তার বিশেষ বন্ধুরা৷ অনুষ্ঠানে আয়োজনও ছিল ছিমছিম৷ বাড়ির টেরেসের বসেছিল আসর৷ তাতেই জমিয়ে দিলেন সৌরভ ও ঋদ্ধিমার স্বামী গৌরব৷ রব্বি শেরগিলের হিট গান বুল্লা কি জারা গাইলেন তারা৷ মূলত সৌরভই গান গাইলেন৷ তাকে সঙ্গত দিলেন গৌরব৷ গিটারের সঙ্গে তাল মিলিয়ে চলল গান৷ আর জন্মদিনের পার্টিতে সেই সুরেলা মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন অন্য এক বন্ধু৷

সৌরভ ট্যালেন্টেড, এতে কোনও সন্দেহ নেই৷ কিন্তু তার গলায় এই গানটি শুনলে বুঝতে পারবেন কোনও প্রশিক্ষণপ্রাপ্ত সঙ্গীতশিল্পীকে তিনি চ্যালেঞ্জ ছুড়তে পারবেন৷ সম্প্রতি মন্টু পাইলট সিরিজে তার কাজ প্রশংসা কুড়িয়েছে৷ গানটি সৌরভের গলায় এতাটাই ভাল লেগেছে যে চোখ বন্ধ করে শুনলে আপনি ভাববেন যেন রব্বির গানই শুনছেন৷

এই গানের মাধ্যমে যে ঋদ্ধিমার জন্মদিনের পার্টিতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা বলাই বাহুল্য৷ এই ভিডিওটি প্রচুর শেয়ার হয়েছে৷ অনেকেই শুনছেন ও শেয়ার করছেন৷ আপনিও শুনুন...

Published by:Pooja Basu
First published:

Tags: Sourav Das, Tollywood, টলিউড, সৌরভ দাস