#কলকাতা: পর্দায় এবার নতুন ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ অনিন্দ্য়বিকাশ দত্তর আগামী ছবি 'শকুনের লোভ'-এ ক্রাইম জার্নালিস্টের ভূমিকায় পরম ৷ ‘দ্বিতীয় পুরুষ' বক্স অফিসে হিট ৷ তারইমধ্য়েই তাঁর নতুন ছবির কথা সামনে এল ৷ পরম ছাড়াও ছবিতে থাকছেন তুহিনা দাস ও জয় সেনগুপ্ত ৷
‘হেমন্তর পাখি’, ‘বং কানেকশন’ থেকে ‘দ্বিতীয় পুরুষ’ ৷ লম্বা সফর ৷ তবে পরমব্রত চট্টোপাধ্য়ায়ের দুটো জিনিসে কোনও পরিবর্তন নেই ৷ এক তাঁর চেহারা ৷ দুই, ছবি হিট করানোর ধারাবাহিকতা। যতোই প্রতিযোগিতা বাড়ুক, তাঁর উপর ভরসা রাখতে ভয় পান না প্রযোজক-পরিচালক।
‘শকুনের লোভ’ একটি থ্রিলার। ছবির পরিচালক অনিন্দ্যবিকাশ দত্ত দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। কাছ থেকে দেখেছেন সাংবাদিকদের জীবন। এই ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকতে গেলে কতটা ত্যাগ করতে হয়, সেটাও অনিন্দ্যর জানা। চোখে দেখা ঘটনা থেকে অনুপ্রেরিত হয়ে ‘শকুনের লোভ’-র চিত্রনাট্য লিখেছেন তিনি। নির্দিষ্ট কোনও সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত না হলেও গল্পে রয়েছে বাস্তব জীবনের ঝলক।
ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম অনির্বাণ সেনগুপ্ত। নিজের পেশাকে ভালবাসলেও উন্নতি হয়নি ৷ চূড়ান্তভাবে অফিস রাজনীতির শিকার অনির্বাণ। কোনওভাবে ১৬ বছর আগে এক পারসি মহিলার খুনের সঙ্গে জড়িয়ে যান তিনি ৷ সেই খুনের কোনও কিনারা হয়নি ৷ খুনের ঘটনা নিয়ে খবর করতে গিয়ে একটার পর একটা সমস্য়ায় জড়াতে থাকেন অনির্বাণ ৷ সেখান থেকেই এগিয়েছে গল্পের শুরু ৷
ছবিতে পরমব্রতর ব্য়ক্তিগত জীবনেরও কিছু ঘটনা উঠে এসেছে ৷ তুহিনা নামে একজনের সঙ্গে পরমের সম্পর্ক ছিল ৷ কিন্তু পেশার চাপে সেই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি তিনি ৷ পাশাপাশি ব্য়ক্তিগত জীবনেও বিভিন্ন সমস্য়ায় আটকে অনির্বাণ সেনগুপ্ত ৷
গোয়েন্দা, থ্রিলার, রহস্য ৷ এসব ক্ষেত্রে পরমব্রত ব্যর্থ হন, সেই নিদর্শন টলিউডের ইতিহাসে প্রায় নেই বললেই চলে। 'শকুনের লোভ' নিয়েও আশায় পরিচালক-প্রয়োজক ৷
ARUNIMA DEYনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Parambrata Chattopadhya, Tollywood, পরমব্রত চট্টোপাধ্যায়