#কলকাতা: যেখানে আজকের প্রজন্মর কাছে 'ব্রেক-আপ'-টা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সেখানে প্রায় ১০ বছরের সম্পর্ক 'দুষ্টু' ঐন্দ্রিলা ও 'ভিলেন' অঙ্কুশ-এর। পুজোর ছুটিতে কপোত কপোতি মজা করছেন দুবাইতে। আর সেখানেই জমিয়ে অ্যাডভেঞ্চার! 'রোপ গ্লাইডিং' করলেন আঙ্কুশ, ঐন্দ্রিলা ! আকাশে পাখির মতো ওড়া...শুনতে যতটা রোম্যান্টিক লাগে, বাস্তবে সেই অভিজ্ঞতার সম্মুখীন হওয়াটা কিন্তু যথেষ্ট সাহস দাবি করে! পাহাড় থেকে খাদের উপর দিয়ে অঙ্কুশ, ঐন্দ্রিলার রোপ গ্লাইডিং-এর ভিডিও দেখলে সত্যিই গায়ে কাঁটা দেয়!
দেখুন সেই ভিডিও--
ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন খোদ আঙ্কুশ। এটাই নাকি পৃথিবীর সবথেকে লম্বা জিপলাইন।