Home /News /entertainment /

‘হাতে ৬টা ছবি ছিল, তাও বিয়ের পর সব ছেড়েছিলাম’, ট্যুইটে ‘আক্ষেপ’ অভিনেত্রী অর্পিতার !

‘হাতে ৬টা ছবি ছিল, তাও বিয়ের পর সব ছেড়েছিলাম’, ট্যুইটে ‘আক্ষেপ’ অভিনেত্রী অর্পিতার !

সে সময় ৬টি ছবি ছিল তাঁর হাতে । তবু ৭ বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রির বাইরে ।

 • Share this:

  #কলকাতা: সে সময়টা তিনি ছিলেন খ্যাতি মধ্যগগনে । একের পর এক তাঁর সিনেমা হিট হচ্ছে তখন । বিয়ে হয়ে গেল টলিউডের সুপার স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে । ব্যাস, সেখানেই লম্বা ছেদ পড়ল তাঁর অ্যাক্টিং কেরিয়ারে ।

  এরপর সংসার, মা হওয়া, ছেলে তৃষাণজিতকে বড় করে তোলা । বিনোদন জগতের সঙ্গে সমস্ত সম্পর্কই ছেদ করেছিলেন অর্পিতা । সে সময় ৬টি ছবি ছিল তাঁর হাতে । তবু ৭ বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রির বাইরে । তারপর ‘একটি তারার খোঁজে’ দিয়ে ফের কামব্যাক করেছিলেন । গত বৃহস্পতিবার ছিল সেই ছবির ১০ বছর পূর্তি । ‘একটি তারার খোঁজে’ হয়তো সেইভাবে খুব হিট সিনেমা ছিল না । কিন্তু তা ছিল অর্পিতার মনের খুব কাছের । সে কথাই ট্যুইটে লিখেছেন নায়িকা ।

  বিয়ের পর জনপ্রিয় নায়িকার সিনে জগতকে গুড বাই জানানো নিয়ে প্রশ্ন, বিতর্ক কম ওঠেনি টলিপাড়ায় । কিন্তু অর্পিতা সব সময়ই বলেছেন, এই সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের ছিল । তবে অভিনেত্রীর সাম্প্রতিক ট্যুইটে একটু যেন আক্ষেপের সুর ছুঁয়ে গেল ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Arpita Chaterjee, Come back Cinema, Ekti Tarar Khonje

  পরবর্তী খবর