#কলকাতা: প্রথমে লকডাউনের ক্লান্তি, তারপর শুটিংয়ের ব্যস্ততা... সব কাটিয়ে দিন কয়েকের ছুটিতে উত্তরবঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন ‘চিনি’র মা ওরফে বাঙালির প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। খোলা আকাশের নীচে ঝর্ণার কলতান, হিমশীতল হাওয়ার আনাগোনা... উত্তেজনা ধরে রাখতে পারলেন না অপরাজিতা! মনের আনন্দে খালি গলায় গেয়ে উঠলেন ‘আজ ম্যায় উপর, আসমা নীচে’, সঙ্গে নাচ! অপরাজিতা ঠিক যেন ‘খামোশি দ্য মিউজিক্যাল’-এর অ্যানি ব্রিগেঞ্জা।
সাধারণর অপরাজিতাকে সাবেকী পোশাকেই দেখা যায়, কিন্তু বেড়াতে গিয়ে তিনি ফ্রেমবন্দি লেস আর ব্রোকেডের কম্বিনেশনে তৈরি ওয়েস্টার্ন শর্ট ড্রেসে। লাল টুপি, কালো স্টকিংস, খোলা চুলে টাইট কার্ল! অভিনেত্রীর ভিডিও ভারী মনে ধরেছে নেটিজেনদের, শেয়ার হতেই ভাইরাল-- দেখুন অপরাজিতার নাচ--
View this post on Instagram
মৈনাক ভৌমিকের আগামী ছবি ‘চিনি’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অপরাজিতা। তারপর ছিল কুকারি শো, কমেডি শোয়ের কাজ... সব মিলিয়ে বেশ টাইট শেডিউল! তাই বছরশেষে লাগামছাড়া মজা করে ক'টা দিন কাটাতেই পাহাড়ের কোলে হাজির 'প্রাক্তন' তারকা। ভিডিও দেখলেই বোঝা যায়, কড়া ডায়েট ও ওয়ার্কআউটের মধ্যে রয়েছেন অভিনেত্রী, ওজন অনেকটাই ঝড়িয়েছেন।