#কলকাতা: অনুপম রায়। টলিউড তথা বলিউডের জনপ্রিয় গায়ক তিনি। টলিউডে বর্তমানের প্রায় বেশিরভাগ ছবিতেই থাকে তাঁর গান। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সকলের ছবিতেই অনুপমের গান থাকবেই। বলিউডের 'পিকু' ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। অনুপম শুধু গান করেন না, নিজেই লেখেন গান, সুরও নিজেই করেন।
তাঁর এছাড়া একটি বাংলা ব্যান্ডও রয়েছে। তাঁর লেখা কবিতার বইও বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুপমের লেখার ভক্ত সকলেই। নতুন শব্দ নিয়ে খেলা করেন তিনি। ফুটিয়ে তোলেন এক অনন্য ছবি। তবে হিন্দি গানেও তাঁর তুলনা মেলা ভার। অনুপম লকডাউন জুড়ে বাড়িতে বসেই করছেন গানের চর্চা। লকডাউনেও তাঁর গান মুক্তি পেয়েছে। ইউটিউবে।
ফের একবার নতুন একটি হিন্দি গান নিয়ে এলেন তিনি। অনুপম তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সকলকে জানিয়েছেন এই গান সম্পর্কে। কয়েকদিন ধরেই এই গান আসার কথা বলছিলেন তিনি। তাঁর এই নতুন হিন্দি গানের নাম ' এয়সি রাতো মে'। যা ইতিমধ্যেই ইউটিউবে শোনা যাচ্ছে। শ্রোতারা প্রশংসাও শুরু করেছেন।